কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিস্টেমের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ শনিবার রাতে সারাদেশে ইন্টারনেট সেবায় ৪ ঘণ্টার বিঘ্ন ঘটতে পারে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (BSCCL) শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার রাত ২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত সাবমেরিন কেবলের লাইটিং ফিল্টার স্থাপন করা হবে। এই কারণে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
তবে, একই সময়ে কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবল সিস্টেম (SEA-ME-WE 4) সচল থাকবে। ফলে, পুরো দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু, এই রক্ষণাবেক্ষণ কাজের সময় গ্রাহকরা সাময়িক ধীরগতির সম্মুখীন হতে পারেন।
বাংলাদেশে সাবমেরিন কেবলের মাধ্যমে উচ্চক্ষমতা সম্পন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে BSCCL সিমিউই-৪ এবং সিমিউই-৫ নামের দুটি আন্তর্জাতিক সাবমেরিন কেবল কনসোর্টিয়ামের সদস্য। এই দুটি কেবল সিস্টেম দেশের ইন্টারনেট ব্যান্ডউইথ এবং আন্তর্জাতিক ভয়েস ট্র্যাফিক পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কক্সবাজারে সিমিউই-৪ এবং কুয়াকাটায় সিমিউই-৫ এর ল্যান্ডিং স্টেশন স্থাপিত আছে।
আরও পড়ুন
বাংলাদেশের সুপার ফ্যান ‘টাইগার রবি’ হেনস্তার শিকার ও হাসপাতালে ভর্তি
লেবাননে ইসরাইলের বর্বর হামলা: মৃত্যুর মিছিলে শত শত মানুষ