রাজধানীর মিরপুরে ‘স্বৈরাচারের চল্লিশা’ পালন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ৪০ দিন পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর ১০ নম্বরের আজমল হাসপাতালের গলিতে মিরপুরবাসী এ অনুষ্ঠান আয়োজন করে।
গত ৫ আগস্ট, ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তার পতনের ৪০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত চল্লিশায় গরু কোরবানি, বিরিয়ানি রান্না, দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয়। পরে এলাকাবাসী ও আগতদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের মো. নাহী, মাসুদুর রহমান, ফারদিন হাসানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক, দিনমজুর এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
চল্লিশার অন্যতম আয়োজক মো. হাবিবুর রহমান জানান, এই এলাকায় আন্দোলনের সময় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। বিশেষ করে আজমল হাসপাতালের গলিতে সাধারণ জনগণ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয় প্রদান করেছিল। তাই স্বৈরাচারের পতনের ৪০তম দিনে চল্লিশা পালনের মাধ্যমে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হলো।
আরও পড়ুন
কুয়াকাটায় আবাসিক হোটেলে তরুণীর ঝুলন্ত মরদেহ
মেঘনায় ১০ ট্রলারডুবি, ৫ ট্রলারসহ ৮ মাঝি নিখোঁজ