এক বছরেরও বেশি সময় পর মাঠে প্রত্যাবর্তন করেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। দীর্ঘদিন চোটের কারণে বাইরে থাকার পর তাঁর প্রত্যাবর্তন ছিল সমর্থকদের জন্য অনেক প্রতীক্ষিত একটি মুহূর্ত। কিন্তু, তাঁর সেই প্রত্যাবর্তন খুব বেশি দিন স্থায়ী হলো না। মাঠে ফিরেই আবারও নতুন চোটে পড়েছেন নেইমার, আর এবারও তাঁর মাঠের বাইরে থাকতে হতে পারে ৪ থেকে ৬ সপ্তাহের মতো দীর্ঘ সময়। নেইমারের ক্যারিয়ারে বারবার চোটের সাথে এই লড়াই যেন এক দুঃখগাঁথা হয়ে দাঁড়িয়েছে।
নেইমারের এই লড়াইয়ের মধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উত্তেজনার সৃষ্টি হয় তাঁর পরবর্তী গন্তব্য নিয়ে। শোনা যাচ্ছে, চলতি মৌসুমের শেষে নেইমার ফিরে যেতে পারেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। এ বিষয়ে একটি টেলিভিশন অনুষ্ঠানে কথা বলেন সান্তোসের সহসভাপতি ওসভালদো নিকো। তিনি জানান, নেইমারের সাথে সান্তোসে ফেরার বিষয়ে তাঁদের কথা হয়েছে এবং নেইমার আগামী বছরের জুনে ব্রাজিলে ফিরতে পারেন। নিকোর এই বক্তব্যে নেইমারের ভক্তরা নতুন করে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন।
তবে এদিকে নেইমারের ভবিষ্যৎ নিয়ে আরেকটি নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি জানা গেছে, নেইমার যুক্তরাষ্ট্রের মায়ামিতে একটি বাড়ি কিনেছেন। এর ফলে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে তিনি লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের সঙ্গে পুনর্মিলন ঘটাতে পারেন। এই সম্ভাবনা নিয়ে ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনোও আশাবাদী। এই তিন বন্ধুর জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা ফুটবলপ্রেমীদের মনে বিশেষ উত্তেজনা সৃষ্টি করেছে।
তবে নেইমারের ব্রাজিলে ফেরা নিয়ে নতুন করে আলোচনায় যোগ দেয় স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত। সংবাদমাধ্যমটি জানায়, নেইমার বর্তমানে সৌদি আরবের আল হিলাল ক্লাবে তাঁর অবস্থান নিয়ে পুরোপুরি খুশি নন। তাই সান্তোসের দিকে ফেরার জন্য ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন। যদি এই খবর সত্য হয়, তবে দুই বছরের চুক্তির মেয়াদ শেষে আগামী মৌসুমেই নেইমার ব্রাজিলে ফিরতে পারেন।
এর মধ্যে আরেকটি চমকপ্রদ খবর দিয়েছেন ব্রাজিলিয়ান সাংবাদিক দিয়েগো দান্তাস। তিনি দাবি করেন, হয়তো আল হিলাল জানুয়ারিতেই নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করতে পারে। এমনটা হলে নেইমারকে নতুন ক্লাব খুঁজে নিতে হবে মৌসুম শেষ হওয়ার আগেই। এতে তাঁর সান্তোসে ফেরা কিংবা মায়ামিতে যোগ দেয়ার সম্ভাবনা আরও প্রবল হতে পারে।
স্পোর্ত আরও একটি তথ্য প্রকাশ করে যা ফুটবলপ্রেমীদের আরও বেশি চমকে দিয়েছে। নেইমারের বিকল্প হিসেবে আল হিলাল নাকি ক্রিস্টিয়ানো রোনালদোকে ক্লাবে নিয়ে আসতে চায়। স্পোর্তের দাবি অনুযায়ী, আল নাসর থেকে রোনালদোকে নিয়ে আসার পরিকল্পনা করছে আল হিলাল। যদি সত্যিই এমনটি ঘটে, তবে সৌদি ফুটবলে আসন্ন দলবদলের সময় যে উত্তেজনার নতুন স্ফুরণ ঘটতে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।
সব মিলিয়ে নেইমারের ভবিষ্যৎ নিয়ে চলমান এই খবরগুলো ফুটবলপ্রেমীদের জন্য সত্যিকার অর্থে নতুন আলোচনার খোরাক যোগাচ্ছে। সান্তোসে ফেরা, মায়ামিতে মেসি-সুয়ারেজের সাথে যোগদান কিংবা সৌদিতে রোনালদোর মতো মহাতারকার সাথে প্রতিদ্বন্দ্বিতা—সবমিলিয়ে নেইমারের ভবিষ্যৎ নিয়ে সারা বিশ্বেই নতুন উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন
বার্সেলোনার গোলবন্যা: ৫-২ ব্যবধানে উড়িয়ে দিলো রেড স্টারকে
রোনালদোর আল নাসেরের দুরন্ত জয়: আল আইনকে ৫-১ গোলে বিধ্বস্ত
বার্নাব্যুতে রিয়ালের বিরুদ্ধে মিলানের ঐতিহাসিক জয়