গতবার এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আল আইনের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছিল আল নাসেরকে। তবে এবার সেই হারের মধুর প্রতিশোধ নিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচে আল আইনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে সৌদি প্রো লিগের দলটি।
ম্যাচের শুরুতেই আল নাসেরকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা তালিস্কা। দুই ডিফেন্ডারের ফাঁক গলে তার দুর্দান্ত শটে বল জালে জড়ালে এগিয়ে যায় আল নাসের। কিছুক্ষণ পরই রোনালদো একটি শট নেন, কিন্তু সেটি গোলের উদ্দেশ্যে পৌঁছায়নি। তবে ৩১ মিনিটে সাদিও মানের শট প্রতিপক্ষ গোলরক্ষক ফিরিয়ে দিলেও বল নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন, সুযোগ কাজে লাগিয়ে ফিরতি শটে গোল করেন রোনালদো, যা আল নাসেরকে ২-০ গোলে এগিয়ে দেয়।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে আল নাসেরের ব্রাজিলিয়ান উইঙ্গার আঞ্জেলো গাব্রিয়েলের শট প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। প্রথমার্ধেই আল নাসের তিন গোলের বড় লিড নেয়।
দ্বিতীয়ার্ধে আল আইন কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং ম্যাচের ৫৬ মিনিটে একটি গোলের সুযোগ পায়। পার্ক ইয়ং-উর শট পোস্টে লেগে ফিরে আসলেও আল নাসের গোলরক্ষক বেন্তোর পিঠে লেগে জালে ঢুকে যায়, ফলে ব্যবধান ৩-১ এ দাঁড়ায়।
তবে আল আইন সেই গোলের পর আর ম্যাচে ফিরে আসতে পারেনি। বরং আল নাসের তাদের উপর আরও চাপ বাড়ায়। ম্যাচের ৮১ মিনিটে ওয়েসলি আরেকটি গোল করে ৪-১ ব্যবধান করে ফেলেন। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তালিস্কা, যা আল নাসেরকে ৫-১ গোলে দারুণ এক জয় এনে দেয়।
আরও পড়ুন
বার্নাব্যুতে রিয়ালের বিরুদ্ধে মিলানের ঐতিহাসিক জয়
আবারও চোটে নেইমার: মাঠে ফিরেই ফের ইনজুরি