নেইমারের ফুটবল ক্যারিয়ার যেন চোটের সঙ্গে অনিবার্য সম্পর্ক তৈরি করেছে। দীর্ঘ এক বছর মাঠের বাইরে থাকার পর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে ফিরে আশার সঞ্চার করেছিলেন তিনি। তবে দুর্ভাগ্যক্রমে, ম্যাচের ৫৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার পর খুব অল্প সময়ের মধ্যেই আবার চোটে পড়েন তিনি এবং ৮৬ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন।
চোটের পর নেইমার তার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অনুভূতির কথা জানিয়েছেন। সেখানে তিনি বলেছেন, “আশা করছি বড় কিছু নয়। এক বছর পর মাঠে ফিরলে কিছুটা অস্বস্তি অনুভব করা স্বাভাবিক।” নিজের অবস্থান নিয়ে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, যাতে দীর্ঘ সময় ধরে মাঠে থাকতে পারেন। নেইমারের এই বার্তায় ফুটে উঠেছে তার দৃঢ় মনোবল এবং মাঠে ফিরতে চাওয়ার তীব্র ইচ্ছা।
আল-হিলাল ক্লাব এখনো আনুষ্ঠানিকভাবে তার চোটের গুরুত্ব সম্পর্কে কিছু জানায়নি, তবে ধারণা করা হচ্ছে, এই চোটের কারণে অন্তত তিন সপ্তাহ তিনি মাঠের বাইরে থাকতে পারেন। ক্লাবটির আসন্ন দুই ম্যাচে তিনি দলে থাকছেন না, এবং তার সম্ভাব্য প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।
নেইমারের পুনরাবৃত্ত এই চোট কেবল তার দলের জন্যই নয়, তার ভক্তদের জন্যও চিন্তার বিষয়। তার খেলার মাঠে ফিরে আসা যেন ক্রমাগত চোটের সঙ্গে লড়াইয়ের এক যাত্রা।