বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্ম অব্যাহত রয়েছে। গত রাতে (বাংলাদেশ সময়) সার্বিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এই জয়ের মাধ্যমে কাতালান দলটি ইউরোপীয় প্রতিযোগিতায় ১৯৫৯-৬০ মৌসুমের পর প্রথমবারের মতো টানা তিন ম্যাচে চার বা তার বেশি গোল করে বিজয় অর্জন করল।
খেলার শুরু থেকেই বার্সেলোনা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ১৩তম মিনিটে রাফিনিয়ার ফ্রি-কিক থেকে ইনিগো মার্টিনেজ মাথার হেডে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন। তবে, রেড স্টার বেশিক্ষণ পিছিয়ে থাকেনি; ২৭তম মিনিটে কঙ্গোর ফরোয়ার্ড সিলাস সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে সমতা ফেরান।
৪৩তম মিনিটে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। রাফিনিয়ার শক্তিশালী শট গোলপোস্টে আঘাত করার পর লেভানডভস্কি সেই বল কাছ থেকে জালে পাঠিয়ে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। বিরতির পর, বার্সেলোনা তাদের আক্রমণ অব্যাহত রাখে, এবং ৫৩তম মিনিটে লেভানডভস্কি নিজের দ্বিতীয় গোলটি করেন। কুন্দের ডান দিক থেকে আসা পাস ধরে দূরের পোস্টে বল জালে পাঠান তিনি।
দুই মিনিট পর কুন্দের আরেকটি পাস পেয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করেন রাফিনিয়া। ৭৬তম মিনিটে রাফিনিয়ার বদলি হিসেবে নামা ফের্মিন লোপেস গোল করে বার্সাকে ৫-১ ব্যবধানে এগিয়ে দেন। শেষদিকে, রেড স্টারের মিলসন একটি সান্ত্বনাসূচক গোল করেন, যা খেলাটি ৫-২ গোল ব্যবধানে শেষ হয়।
আরও পড়ুন
রোনালদোর আল নাসেরের দুরন্ত জয়: আল আইনকে ৫-১ গোলে বিধ্বস্ত
বার্নাব্যুতে রিয়ালের বিরুদ্ধে মিলানের ঐতিহাসিক জয়