২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফুটবলের সেরা তারকাদের নিয়ে সাজানো এক অসাধারণ সন্ধ্যা দেখেছে ফুটবল বিশ্ব। এবার স্পেনের খেলোয়াড় ও ক্লাবগুলোর প্রভাব ছিল চোখে পড়ার মতো। সারা মৌসুম জুড়ে ক্লাব ও দেশের হয়ে পারফর্ম করে, চূড়ান্তভাবে ফুটবল বোদ্ধাদের মুগ্ধ করে যারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন, তাদের মধ্য থেকেই নির্বাচিত হয়েছেন এই বছরের সেরা ফুটবলার, কোচ, ও ক্লাবগুলো।
ব্যালন ডি’অর পুরস্কারটি জিতেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি, যিনি গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছেন।
ব্যালন ডি’অর ফেমিনিন পুরস্কার পেয়েছেন আইতানা বোনমাতি। স্পেনের এই ফুটবলার বার্সেলোনার হয়ে ক্লাব এবং দেশের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। তার সাফল্যে স্পেনের নারীদের ফুটবলে একটি নতুন অধ্যায় রচিত হলো।
কোপা ট্রফি যা উদীয়মান প্রতিভাদের জন্য বরাদ্দ, সেটি পেয়েছেন বার্সেলোনার তরুণ স্প্যানিশ খেলোয়াড় লামিন ইয়ামাল। মাত্র ১৬ বছর বয়সেই তিনি অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ফুটবল দুনিয়ায় নিজের জায়গা করে নিয়েছেন।
জার্ড মুলার ট্রফি যৌথভাবে জিতেছেন হ্যারি কেইন এবং কিলিয়ান এমবাপে। ইংল্যান্ডের তারকা হ্যারি কেইন বায়ার্ন মিউনিখে এবং ফ্রান্সের এমবাপে পিএসজিতে দারুণ পারফরম্যান্স করে এই পুরস্কার লাভ করেছেন।
ইয়াশিন ট্রফি পেয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক প্রতিপক্ষের শট ঠেকানোর অসাধারণ দক্ষতার জন্য সমাদৃত হয়েছেন এবং এই সম্মান অর্জন করেছেন।
বর্ষসেরা পুরুষ কোচ হিসেবে স্বীকৃতি পেয়েছেন রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি। তার নেতৃত্বে দল সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে।
বর্ষসেরা নারী কোচ হয়েছেন চেলসির এমা হেইস, যিনি নারী ফুটবলে একজন সেরা কৌশলী হিসেবে পরিচিত। তার হাত ধরে চেলসি একাধিক শিরোপা জয় করেছে।
বর্ষসেরা পুরুষ ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদ এবং বর্ষসেরা নারী ক্লাব হিসেবে বার্সেলোনা নির্বাচিত হয়েছে। দুই ক্লাবই তাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখে ফুটবল বিশ্বে নিজেদের অবস্থান সুসংহত করেছে।
২০২৪ ব্যালন ডি’অর অনুষ্ঠানে এই সকল পুরস্কার স্পেনের ফুটবল জগতে তাদের শক্ত অবস্থান ও সাফল্যের প্রমাণ দিয়েছে।
আরও পড়ুন
সব জল্পনা-কল্পনার অবসান, রদ্রির হাতে ব্যালন ডি’অর
ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা: কবে, কোথায় ও কখন?