ইউরোপের রেকর্ড চ্যাম্পিয়নদের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করল আটালান্টা। বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য দেখাল ইতালিয়ান ক্লাবটি। প্রথমে সমতা টেনে, পরে ব্যবধান কমিয়ে ম্যাচে টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালায় তারা। তবে, তৃতীয়বার আর রিয়াল মাদ্রিদের দুর্ভেদ্য রক্ষণ ভাঙতে পারেনি আটালান্টা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ৩-২ গোলের নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের আশা উজ্জ্বল করেছে কার্লো আনচেলত্তির দল।
মঙ্গলবার রাতে আটালান্টার মাঠে অনুষ্ঠিত ম্যাচে চোট কাটিয়ে মাঠে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ভিনিসিয়ুস জুনিয়র। গোল করার পাশাপাশি একটি গোলের সুযোগ তৈরি করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই হারের পর অবশেষে জয়ের মুখ দেখল প্রতিযোগিতার ১৫ বারের চ্যাম্পিয়নরা।
ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও সমতা ফেরান চার্ল দে কেটেলার। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে ভিনিসিয়ুস ও জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে যায় রিয়াল। আটালান্টার হয়ে আদেমোলা লুকমান ব্যবধান কমালেও শেষ পর্যন্ত জালের দেখা পাননি তারা।
রিয়াল মাদ্রিদ ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের উদ্দেশ্যে প্রথম শট নেয়। এমবাপের প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন আটালান্টার গোলরক্ষক। তবে ১৯তম মিনিটে ব্রাহিম দিয়াসের পাস ধরে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপে। এটি ইউরোপের প্রতিযোগিতায় তার ৫০তম গোল, যা তিনি করেছেন ৭৯ ম্যাচে।
চোটের কারণে ৩৬তম মিনিটে এমবাপে মাঠ ছাড়লে তার বদলি হিসেবে নামেন রদ্রিগো। প্রথমার্ধের শেষ মুহূর্তে আটালান্টা পেনাল্টি পায় এবং দে কেটেলার নিশ্চিত গোল করে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে আটালান্টা দারুণভাবে শুরু করে। কিন্তু ৫৬তম মিনিটে ভিনিসিয়ুস প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে রিয়ালকে ফের এগিয়ে দেন। তিন মিনিট পর বেলিংহ্যামের নিখুঁত শটে ব্যবধান বাড়ায় রিয়াল।
৬৫তম মিনিটে লুকমানের অসাধারণ গোলে আবার ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আটালান্টা। এরপর একের পর এক আক্রমণ করলেও রিয়ালের রক্ষণভাগ অটুট থাকে। ম্যাচের শেষ মুহূর্তে মাতেও রেতেগি সুযোগ হাতছাড়া করলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় আটালান্টাকে।
এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে রিয়াল উঠে এসেছে ১৮তম স্থানে। অন্যদিকে, ১১ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে আটালান্টা।
মেসি-রোনালদোহীন ফিফা বর্ষসেরা একাদশ
লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচেই এখন যুদ্ধ করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। প্রতিটি…
নিশ্চিতভাবেই ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ফেরার পথে বিশাল এক পদক্ষেপ নিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের…
বিশ্বজুড়ে যখন ফিলিস্তিন সংকট মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে, তখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলা থেকে উঠে এলো…
নিশ্চিতভাবেই ম্যাচের আগে অনুমান করা হয়েছিল, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ও অভিজ্ঞ রিয়াল মাদ্রিদের…
ফিফা র্যাংকিংয়ের পার্থক্য বিশাল—ভারত ১২৬, বাংলাদেশ ১৮৫। শক্তির বিচারে ফেভারিট ভারত, তাছাড়া খেলা ছিল ভারতেরই…
এক-দুই বছর নয়, পুরো ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ফুটবলের ইতিহাসের অন্যতম সফল…