লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো—ফুটবল দুনিয়ার দুই মহাতারকা। কিন্তু তাদের নাম এবার ফিফা বর্ষসেরা একাদশ থেকে ছিটকে যাওয়ায় রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে। ২০০৬ সালের পর এই প্রথম মেসি বর্ষসেরা একাদশে জায়গা পেলেন না। রোনালদোর ক্ষেত্রেও একই ঘটনা। যদিও তারা দুজনই ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন, যা ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।
মেসি ও রোনালদো ছাড়াও সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া খেলোয়াড়দের বেশিরভাগই ইউরোপিয়ান ক্লাবের। তবে চূড়ান্ত একাদশে এসে বিষয়টি আরও সীমিত হয়ে যায়। একাদশে স্থান পাওয়া ১১ জনের ১০ জনই ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক একমাত্র ব্যতিক্রম।
রিয়াল মাদ্রিদের হয়ে একাদশে জায়গা পেয়েছেন সদ্য অবসর নেওয়া টনি ক্রুসসহ ছয়জন—দানি কারভাহাল, অ্যান্টোনিও রুডিগার, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়ুস জুনিয়র। ম্যানচেস্টার সিটি থেকে আছেন চারজন—এডারসন মোয়ারেস, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হলান্ড ও রদ্রি।

ফিফাপ্রো বর্ষসেরা একাদশ (পুরুষ):
- গোলরক্ষক: এডারসন মোয়ারেস (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)
- ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), অ্যান্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
- মিডফিল্ডার: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)
- ফরোয়ার্ড: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল, ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)
মেয়েদের একাদশ:
এদিন একইসঙ্গে মেয়েদের বর্ষসেরা একাদশও ঘোষণা করে ফিফপ্রো। ছেলেমেয়ে মিলিয়ে ৭০টি দেশের ২৮ হাজারের বেশি পেশাদার ফুটবলারের ভোটে এ নির্বাচন হয়।

ফিফাপ্রো বর্ষসেরা একাদশ (নারী):
- গোলরক্ষক: মেরি ইয়ার্পস (ম্যান ইউনাইটেড/পিএসজি, ইংল্যান্ড)
- ডিফেন্ডার: লুসি ব্রোঞ্জ (বার্সেলোনা/চেলসি, ইংল্যান্ড), ওলগা কারমোনা (রিয়াল মাদ্রিদ, স্পেন), অ্যালেক্স গ্রিনউড (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড)
- মিডফিল্ডার: আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন), অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা, স্পেন), কিরা ওয়ালশ (বার্সেলোনা, ইংল্যান্ড)
- ফরোয়ার্ড: বারব্রা বান্দা (শাংহাই শেংলি/অরল্যান্ডো প্রাইড, জাম্বিয়া), লিন্ডা কাইসেদো (রিয়াল মাদ্রিদ, কলম্বিয়া), লরেন জেমস (চেলসি, ইংল্যান্ড), মার্তা (অরল্যান্ডো প্রাইড, ব্রাজিল)
২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত অন্তত ৩০টি ম্যাচ খেলা ফুটবলাররাই এই নির্বাচনের জন্য বিবেচিত হয়েছেন।
আরও পড়ুন
বাংলাদেশের ই-কমার্সে এসক্রো পেমেন্ট: আস্থার নতুন দিগন্ত
বাংলাদেশের নতুন সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম – লাইকবুক
অর্থ আদান-প্রদানে বাংলাদেশ ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা – পেটাকা