সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। রাষ্ট্রপতির বক্তব্যের পর আন্দোলনকারীরা তার পদত্যাগের দাবি জানিয়ে সোচ্চার হয়ে উঠেছে।
এ পরিস্থিতিতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধ করার দাবিতে ছাত্র-জনতার গণজমায়েতের আহ্বান জানিয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। ওই পোস্টে তিনি আগামী মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে শহীদ মিনারে বিপ্লবী ছাত্র-জনতাকে একত্রিত হওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, রাষ্ট্রপতির সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে প্রবল প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাধিক উপদেষ্টা রাষ্ট্রপতির বক্তব্যকে মিথ্যাচার বলে মন্তব্য করেছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাষ্ট্রপতি যে দাবি করেছেন যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি, তা সম্পূর্ণ মিথ্যা এবং তার শপথ ভঙ্গের শামিল।
যুব, ক্রীড়া ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, “রাষ্ট্রপতির কাছে মৌখিকভাবে পদত্যাগ করেছিলেন স্বৈরাচারী খুনি হাসিনা। ছাত্র-জনতা গণভবনের কাছাকাছি আসায় তিনি পালিয়ে যেতে বাধ্য হন।”
আরও পড়ুন
ব্যারিস্টার সুমন গ্রেফতার: আদালতে রিমান্ড আবেদন
Redmi A4 5G: সাশ্রয়ী মূল্যে আধুনিক 5G স্মার্টফোন