সম্প্রতি অ্যাপল তার আইফোন ১৬ সিরিজ লঞ্চ করেছে, এবং এখন নজর রয়েছে আসন্ন আইফোন এসই ৪ মডেলের দিকে। এই বহুল প্রতীক্ষিত বাজেট ফোনটি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে জল্পনা তুঙ্গে, এবং বিভিন্ন ফিচার সম্পর্কিত তথ্যও ফাঁস হচ্ছে। সম্প্রতি একটি ছবি ফাঁস হয়েছে, যেখানে আইফোন এসই ৪-এর একটি কেস দেখা গেছে। অনেকেই বলছেন, এই ফোনটি দেখতে অনেকটা আইফোন ৭ প্লাসের মতো হতে পারে।
বিখ্যাত টিপস্টার সনি ডিকসন এক্স প্ল্যাটফর্মে এই ছবিটি শেয়ার করেছেন। কেসের ছবি থেকে ধারণা করা হচ্ছে, নতুন মডেলের ডিজাইন আইফোন এসই ৩-এর সঙ্গে খুব বেশি পার্থক্যপূর্ণ নাও হতে পারে। কেসে ফ্ল্যাট ব্যাক ডিজাইন এবং ডুয়াল ক্যামেরা সেটআপের জন্য কাটআউট দেখা গেছে। যদি এই তথ্য সঠিক হয়, তাহলে এটি হবে অ্যাপলের আইফোন এসই সিরিজে প্রথম ডুয়াল ক্যামেরার সংযোজন। তবে কেউ কেউ বলছেন, কাটআউটটি হরাইজন্টাল সিঙ্গল ক্যামেরার জন্য হতে পারে, যেখানে ডানদিকে থাকবে একটি ফ্ল্যাশ।
আরও জানা গেছে, আইফোন এসই ৪-এর ডিজাইন অনেকটা আইফোন ৭ প্লাসের মতো হতে পারে। আগে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আইফোন ১৬ সিরিজের মতো এই ফোনেও অ্যাকশন এবং ক্যামেরা কন্ট্রোল বাটন যুক্ত হতে পারে। মিউট সুইচ থাকবে আগের আইফোন এসই মডেলের মতো একই জায়গায়।
এই মডেলে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে, এবং ফোনটি ২০২৫ সালের প্রথমার্ধে বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
নেইমারের প্রত্যাবর্তনে আল হিলালের নাটকীয় জয়
বাংলাদেশের নতুন সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম – লাইকবুক