আর্জেন্টিনার জাতীয় দলে নিজের দক্ষতা বারবার প্রমাণ করেছেন এমিলিয়ানো মার্তিনেজ। প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে বার্নার্ড লেনোর ইনজুরির কারণে সুযোগ পেয়ে সবার নজরে আসেন তিনি। এরপর থেকে আর পেছনে তাকাতে হয়নি এই গোলরক্ষককে। তার অসাধারণ পারফরম্যান্স আর্জেন্টিনাকে দীর্ঘদিন পর শিরোপার স্বাদ এনে দেয়।
তবে, শিরোপা জয়ের পর উদযাপনের সময় বেশ কয়েকবারই অশালীন ভঙ্গি প্রদর্শন করতে দেখা গেছে মার্তিনেজকে। সর্বশেষ ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ের পরও একই ভঙ্গিতে উদযাপন করেন তিনি, যা নিয়ে এবার সমস্যায় পড়তে হয়েছে তাকে। এই অশোভন আচরণের জন্য ফিফা ডিসিপ্লিনারি কমিটি তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। ফলে তিনি অক্টোবরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে খেলতে পারবেন না।
এছাড়াও, কলম্বিয়ার বিপক্ষে এক ম্যাচে হারের পর সেখানকার এক টিভি ক্যামেরাম্যানকে চড় দেয়ার অভিযোগে শাস্তি পেয়েছেন মার্তিনেজ। ক্যামেরাম্যান জনি জ্যাকসন জানিয়েছেন, অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক তাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন, এবং সে সময় মার্তিনেজ খুবই রেগে ছিলেন।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে মার্তিনেজের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছেন, ফিফার ডিসিপ্লিনারি কমিটি মার্তিনেজের আচার-আচরণ এবং ফেয়ার প্লে নীতিমালা ভঙ্গের অভিযোগে এই শাস্তি দিয়েছে। আর্জেন্টিনা অবশ্য এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছে।
এই নিষেধাজ্ঞার ফলে ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে খেলতে পারবেন না ৩২ বছর বয়সী এই গোলরক্ষক।
আরও পড়ুন
চিলি ও পেরুর বিরুদ্ধে ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা
আজ রাতে ৪ ঘণ্টার জন্য সারাদেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে