২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলার বিষয়ে ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়রের আত্মবিশ্বাসের প্রকাশটা হয়তো একটু তাড়াহুড়ো হয়ে গিয়েছিল। ব্রাজিল দলের বর্তমান পারফরম্যান্স খুব একটা ভালো নয়। তবুও দোরিভাল আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ব্রাজিল নিশ্চিতভাবে ফাইনাল খেলবে। তবে সেটি কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে সন্দেহ থাকছেই, কারণ বাছাইপর্বে তাদের অবস্থান সুবিধাজনক নয়।
পরিসংখ্যান বলছে, জয়-পরাজয়ের দিক থেকে এটি ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে খারাপ বাছাইপর্ব। ২০০৩ থেকে ২০২২ সালের মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৭১ ম্যাচের মধ্যে মাত্র ৫টি ম্যাচে হেরেছিল ব্রাজিল। কিন্তু এবার ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ৮ ম্যাচ খেলে ৪টিতে হেরেছে। দোরিভালের জন্য আগামী দিনগুলো যে চ্যালেঞ্জিং হবে, তা নিশ্চিত।
ব্রাজিল এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫ম স্থানে অবস্থান করছে। ৮ ম্যাচে ৩ জয়, ১ ড্র, আর ৪ হার নিয়ে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। ব্রাজিলের সংবাদমাধ্যম জানাচ্ছে, দক্ষিণ আমেরিকার বাছাইপর্বের বিচারে এটি ব্রাজিলের সবচেয়ে খারাপ দল। এর আগে কখনও ৮ ম্যাচ শেষে এতটা খারাপ অবস্থায় ছিল না তারা।
শেষবার এমন বাজে অবস্থা হয়েছিল ২০১০ বিশ্বকাপ বাছাইয়ে, যখন কোচ ছিলেন ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস দুঙ্গা। সেবারও ৮ ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ ছিল ১৩ পয়েন্ট। নবম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৪-০ গোলের জয়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছিল ১৬।
আগামী অক্টোবরে চিলির বিপক্ষে নবম ম্যাচ খেলবে দোরিভালের দল। যদি সেই ম্যাচে তারা জয় পায়, তাহলে ৯ ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ দাঁড়াবে ১৩ পয়েন্ট। তবে এতেও ব্রাজিলের অবস্থার উন্নতি হবে কিনা তা বলা কঠিন। কারণ, শেষ ৭ ম্যাচে তারা কেবল একবারই ২ গোলের বেশি করতে পেরেছে।
যদিও পরিসংখ্যান অনুযায়ী ব্রাজিলের অবস্থা খারাপ, তবুও বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে খুব বেশি উদ্বেগ নেই। ফিফার নতুন নিয়ম অনুযায়ী, কনমেবল অঞ্চল থেকে এবার ৬টি দল সরাসরি বিশ্বকাপে যাবে, এবং ৭ম দলটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলবে। তাই বর্তমান বাজে অবস্থার পরও ব্রাজিলের সমর্থকরা কিছুটা স্বস্তি পেতে পারেন।
আরও পড়ুন
বিশ্বকাপ জিততে নেইমারকে প্রয়োজন ব্রাজিলের – রদ্রিগো
দেশের ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নাম না থাকায় হতাশা রদ্রিগো