আরব সাগরের উত্তর অংশে কয়েক দিন আগে যে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছিল, সেটি এখন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আঘাত হানতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘আসনা,’ যা পাকিস্তান প্রস্তাব করেছে। ঘূর্ণিঝড়টি গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণ-পূর্ব প্রদেশ সিন্ধুকেও আঘাত করবে বলে জানা গেছে।
শনিবার আইএমডির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড় ‘আসনা’ গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে ২৫০ কিলোমিটার দূরে, পাকিস্তানের করাচির উপকূল থেকে ১৬০ কিলোমিটার দূরে এবং বেলুচিস্তানের পাসনি উপকূল থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঝড়টি এখন প্রতি ঘণ্টায় ১৪ কিলোমিটার গতিতে এগোচ্ছে।
‘আসনা’র প্রভাবে গুজরাটের জামনগর, সুরাট, পোরবন্দর, মোরবি, স্বর্কা এবং কচ্ছ জেলায় বুধবার রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এসব এলাকার অনেক স্থানে বন্যা দেখা দিয়েছে।
বিশেষত, কচ্ছ জেলায় সর্বাধিক বৃষ্টি হয়েছে। আইএমডির জ্যেষ্ঠ আবহাওয়াবিদ রামাশ্রয় যাদব এনডিটিভিকে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় কচ্ছ জেলায় ৮৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। এছাড়াও, সুরাট এবং কচ্ছ জেলাতেও গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ হয়েছে।