রিয়াল মাদ্রিদ লা লিগার দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে
দের বিপক্ষে। সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে ৩-০ গোলে জয়ী হয় বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ দিকে দলের জয়ে বড় অবদান রাখেন তরুণ প্রতিভা এন্দ্রিক।মৌসুমের শুরুটা রিয়াল মাদ্রিদের জন্য খুব একটা সুখকর হয়নি। লিগ শিরোপা ধরে রাখার প্রথম ম্যাচে মার্কোর মাঠে পয়েন্ট হারিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তবে সেই হতাশা কাটিয়ে ওঠে তারা দ্বিতীয় ম্যাচেই। ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্সের মাধ্যমে জয়ের স্বাদ পেয়েছে কার্লো আনচেলত্তির দল।
রবিবার রাতে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলের বড় জয় তুলে নিয়েছে
দের বিপক্ষে। দলের পক্ষে গোল করেছেন ফেদেরিকো ভালভের্দে, দিয়াস এবং এন্দ্রিক।সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের পুরোটা সময় নিয়ন্ত্রণ করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি রিয়াল। বিরতির পর আসে তিনটি গোল। ম্যাচের ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে প্রতিপক্ষ শিবিরে ১৭ বার আক্রমণ করে রিয়াল মাদ্রিদ, যার মধ্যে তিনটি আক্রমণ থেকে গোল আদায় করে নেয় তারা।
ম্যাচের প্রথম গোল আসে ৫০তম মিনিটে, যেখানে ভালভের্দের ফ্রি-কিক প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লেগে জালে জড়ায়। পরের দুটি গোল আসে শেষ সময়ে। ৮৮তম মিনিটে দিয়াস ব্যবধান দ্বিগুণ করেন এবং যোগ করা সময়ে এন্দ্রিক স্কোরলাইন ৩-০ করে রিয়ালকে বড় জয় এনে দেন।
আরও পড়ুন
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে মেসিনহো
রোনালদো মাত্র দুই ঘণ্টায় মেসির ১৮ বছরের অর্জনকে ছাড়িয়ে গেলেন