ইতিমধ্যেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল বার্সেলোনা। এবার তাদের প্রতিপক্ষও নিশ্চিত হয়ে গেল। বৃহস্পতিবার রাতে রিয়াল মাদ্রিদ রিয়াল মায়োর্কাকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালের টিকিট পাকা করেছে। ফলে ফুটবলপ্রেমীদের জন্য মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোর মঞ্চ প্রস্তুত।

জেদ্দায় স্থানীয় সমর্থকদের সামনে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও মায়োর্কার শক্ত রক্ষণের কারণে তারা সফল হতে পারেনি। লুকাস ভাসকেস এবং রদ্রিগো বেশ কয়েকবার মায়োর্কার গোলরক্ষককে পরীক্ষায় ফেললেও গোলের দেখা মেলেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়াল কিছুটা ধাক্কা খায়, কারণ গুরুত্বপূর্ণ মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি চোট পেয়ে মাঠ ছাড়েন। তবে ম্যাচ শেষে জানা যায়, তার চোট গুরুতর নয়। এরপর ম্যাচের মোড় ঘুরে যায় ৬৩তম মিনিটে। রদ্রিগোর চমৎকার এক হেডার প্রতিপক্ষের রক্ষণের বাধা পেরোতে ব্যর্থ হলেও বেলিংহাম তা থেকে দুর্দান্ত এক শট নিয়ে মাদ্রিদকে এগিয়ে দেন।
মায়োর্কা চেষ্টা করেছিল ম্যাচে ফেরার, কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয় রক্ষণভাগের ভুলের কারণে। ম্যাচের ৭৬তম মিনিটে মার্টিন ভ্যালিয়েন্ট আত্মঘাতী গোল করে রিয়াল মাদ্রিদের লিড ২-০ তে নিয়ে যান। এরপর যোগ করা সময়ে রদ্রিগো আরেকটি দুর্দান্ত গোল করে মাদ্রিদের বড় জয় নিশ্চিত করেন।
ম্যাচের পুরোটা জুড়েই মাদ্রিদের আধিপত্য ছিল স্পষ্ট। আক্রমণভাগে ধারাবাহিক চাপ এবং প্রতিপক্ষকে চেপে ধরার কৌশলই তাদের সহজ জয় এনে দেয়। এই জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে রিয়ালের মুখোমুখি হওয়া নিশ্চিত হয়।
গত মৌসুমেও এই দুই দল ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেবার রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা ঘরে তোলে বার্সেলোনা। এবার সেই পরাজয়ের বদলা নেওয়ার সুযোগ পাচ্ছে মাদ্রিদ। ফুটবলপ্রেমীদের জন্য এটি কেবল একটি ফাইনাল নয়, বরং মর্যাদার লড়াই। প্রতিযোগিতামূলক এই ম্যাচে কে জয়ী হবে, সেটাই এখন দেখার অপেক্ষা।