প্রিমিয়ার লিগে নতুন বছরে এগিয়ে থাকার বার্তা দিয়ে বছর শেষ করল লিভারপুল। রোববার রাতে প্রতিপক্ষ ওয়েস্ট হ্যামের মাঠে দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দিয়ে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে আর্না স্লটের দল।

লিগ টেবিলেও তারা অবস্থান আরও মজবুত করেছে। ১৮ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে লিভারপুলের সংগ্রহ ৪৫ পয়েন্ট, যা দ্বিতীয় স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্টের চেয়ে ৮ পয়েন্ট বেশি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে লিভারপুল। ৩০তম মিনিটে লুইস দিয়াসের জোরালো শটে লিভারপুল এগিয়ে যায়। এরপর ৪০তম মিনিটে ডাচ তারকা কোডি হাকপো এবং বিরতির আগে ৪৪তম মিনিটে মোহামেদ সালাহর গোল লিভারপুলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয়।
সালাহর গোলটি ছিল চলতি মৌসুমে তার ১৮ ম্যাচে ১৭তম গোল, যা তাকে প্রিমিয়ার লিগের শীর্ষ গোলদাতার তালিকায় এক নম্বরে রেখেছে।
বিরতির পরও দাপট দেখায় লিভারপুল। ৫৩তম মিনিটে ডান প্রান্ত থেকে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের চোখধাঁধানো ৩০ গজ দূরের শটে ব্যবধান বাড়ে ৪-০। শেষ দিকে ৮৪তম মিনিটে সালাহর দারুণ পাস পেয়ে বদলি নামা দিয়োগো জটা স্কোরলাইন ৫-০ করেন।
পুরো ম্যাচে ৫৫ শতাংশ বল দখলে রেখে লিভারপুল গোলের জন্য ২২টি শট নেয়, যার মধ্যে ১৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে ওয়েস্ট হ্যাম মাত্র ৭টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
লিগে লিভারপুলের সাম্প্রতিক পারফরম্যান্স আরও চমকপ্রদ। সবশেষ চার অ্যাওয়ে ম্যাচে তারা মোট ১৬ গোল করেছে।
লিভারপুলের জন্য নতুন বছর শুরু হবে বড় পরীক্ষা দিয়ে। ৫ জানুয়ারি ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার ইউনাইটেড। স্লটের দল কি তাদের দাপুটে ফর্ম ধরে রাখতে পারবে? তা সময়ই বলে দেবে।
আরও পড়ুন
গার্দিওলার ৫০০তম ম্যাচে সিটির কষ্টার্জিত জয়