বার্সেলোনা যখন তাদের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের রেশ কাটিয়ে উঠতে পারেনি, ঠিক তখনই লা লিগায় এক বিব্রতকর হারের স্বাদ পেল দলটি। শনিবার (৩০ নভেম্বর) লা লিগার ১৫তম রাউন্ডে নিজেদের ঘরের মাঠে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা লাস পালমাসের কাছে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। হারের এই ক্ষত নিয়ে শুরু হলো কাতালান ক্লাবটির ১২৬তম বছর।
ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় বার্সেলোনা। মাঝমাঠে পেদ্রি ও গাভির ছন্দময় পাসিং, রাফিনিয়া ও ফেরমিন লোপেজের আক্রমণগুলো বেশ কবার লাস পালমাসের রক্ষণে চাপ তৈরি করে। কিন্তু গোল আদায়ে ব্যর্থ হয় তারা।
প্রথমার্ধের ২২তম মিনিটে ফেরমিনের শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। এরপর জুলস কুন্দের একটি সুযোগও কাজে লাগাতে পারেনি বার্সা। অন্যদিকে, লাস পালমাস নিজেদের রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
বিরতি থেকে ফিরে পালমাসের খেলায় দেখা যায় আক্রমণাত্মক পরিবর্তন। ৪৯তম মিনিটে পাল্টা আক্রমণে লাস পালমাস প্রথম গোলটি আদায় করে। হাভিয়ের মুনিয়োসের লং পাস ধরে বার্সার ডান দিক থেকে এগিয়ে আসেন সান্দ্রো রামিরেস। ডি-বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে বার্সার গোলরক্ষক ইনিয়াকি পেনিয়াকে বোকা বানিয়ে বল জালে পাঠান তিনি।
পিছিয়ে পড়া বার্সেলোনা এরপর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। তাদের আক্রমণের চাপ শেষ পর্যন্ত কাজে আসে ৬১তম মিনিটে। প্রতিপক্ষের বক্সের সামান্য বাইরে থেকে রাফিনিয়ার বুলেট শটে সমতায় ফেরে কাতালানরা। পেদ্রির কাছ থেকে বল পেয়ে রাফিনিয়া ডান পায়ের শটে দুর্দান্ত একটি গোল করেন।
তবে সমতার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৭তম মিনিটে লাস পালমাস দ্বিতীয় গোলটি করে ম্যাচে এগিয়ে যায়। হাভিয়ের মুনিয়োসের আরেকটি উঁচু পাস ধরে বার্সার হাই লাইন ডিফেন্স ভেঙে বক্সের বাইরে থেকে ক্ষিপ্রগতিতে শট নেন ফাবিও সিলভা। গোলরক্ষক পেনিয়া আরেকবার হতাশ হন।
ম্যাচের ৭৮তম মিনিটে ফেররান তোরেসের গোলে সমতা ফেরানোর একটি সুযোগ এসেছিল বার্সার সামনে। তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়।
শেষ দিকে রবার্ট লেভানডভস্কি ও লামিন ইয়ামাল কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও তা প্রতিবারই আটকে যায় লাস পালমাসের শক্ত রক্ষণে। ইনজুরি টাইমে একের পর এক আক্রমণ শানিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বার্সেলোনা। ফলে ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দকে গ্লানি দিয়ে ঢেকে দেয় এই পরাজয়।
এই ম্যাচে বল দখলে বার্সেলোনা ৭০ শতাংশ এগিয়ে থাকলেও আক্রমণ রূপান্তরে তারা ছিল হতাশাজনক। পুরো ম্যাচে তারা ২৭টি শট নেয়, যার মাত্র ৮টি লক্ষ্যে ছিল। বিপরীতে লাস পালমাস মাত্র ৫টি শট নিয়ে ২টি গোল আদায় করে।
এই হারের পরও ১৫ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে আপাতত লা লিগার শীর্ষে রয়েছে বার্সেলোনা। তবে তাদের অবস্থান এখন বেশ নড়বড়ে। দুই ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ যদি বাকি দুই ম্যাচ জিতে নেয়, তবে তারা টেবিলের শীর্ষে উঠে যাবে।
বার্সেলোনার এই হার তাদের সাম্প্রতিক ছন্দপতনেরই ধারাবাহিকতা। গত তিন লিগ ম্যাচে দলটি দুটি হার এবং একটি ড্র করেছে, যেখানে হজম করেছে ৫ গোল। আক্রমণভাগের ব্যর্থতা ও রক্ষণের দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে শিরোপা ধরে রাখা আরও কঠিন হয়ে পড়বে হান্সি ফ্লিকের শিষ্যদের জন্য।
রোনালদোর জোড়া গোলে, আল নাসরের দাপুটে জয়
বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করার লক্ষ্য নিয়ে বিডিলীগ ডটকম আয়োজন করতে যাচ্ছে…
কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন কিংবা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে চার্জার একটি অপরিহার্য সরঞ্জাম। আমরা যেমন…
সম্প্রতি গুগল তাদের Google Phone App-এ বড় ধরনের পরিবর্তন এনেছে। বিশেষ করে ডায়ালপ্যাড, হোমপেজ ও…
বাংলাদেশের মানুষের খাদ্যসংস্কৃতিতে মাছ ও মাংসের গুরুত্ব অপরিসীম। ভাতের সঙ্গে মাছ কিংবা মাংস – দুইটিই…
নিশ্ছিদ্র অবরোধে জর্জরিত গাজায় একরাশ রক্তগঙ্গা বইয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (২৫ জুলাই) দিনভর চালানো…
সাম্প্রতিক এক যুগান্তকারী আবিষ্কারে সৌরজগতের প্রায় শেষ প্রান্তে, প্লুটোরও বহু দূরের এক রহস্যঘেরা অঞ্চলে, নতুন…