নিশ্চিত জয়ের পথে এগোচ্ছিল লা লিগার শীর্ষস্থানীয় বার্সেলোনা। তবে শেষ আট মিনিটে ঘটে যায় অঘটন। লাল কার্ড দেখেন মার্ক কাসাদো, আর সেই সুযোগ কাজে লাগিয়ে চার মিনিটের ব্যবধানে দুই গোল করে নাটকীয়ভাবে ২-২ ড্র করে স্বাগতিক সেল্টা ভিগো।
শনিবার প্রতিপক্ষের মাঠে শুরুতে আক্রমণে দাপট দেখায় বার্সা। প্রথমার্ধে রাফিনিয়া ও দ্বিতীয়ার্ধে রবার্ট লেভান্ডফস্কির গোল কাতালানদের ২-০ গোলের লিড এনে দিলেও শেষ পর্যন্ত তা ধরে রাখা যায়নি। সেল্টার আলফনসো গঞ্জালেস ও হুগো আলভারেজের দুটি গোল বার্সার মুখ থেকে জয় ছিনিয়ে নেয়।
লামিনে ইয়ামালের চোটের কারণে তার অনুপস্থিতি আগেই নিশ্চিত করেছিলেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তবে প্রথমার্ধেই খেলায় নিজেদের ছন্দ খুঁজে নেয় বার্সা। ম্যাচের ১৫তম মিনিটে জুল কুন্দের পাস থেকে গোল করেন রাফিনিয়া। কুন্দের উঁচু পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ দক্ষতায় ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি লা লিগায় এটি তার অষ্টম গোল।
ম্যাচের ৬১তম মিনিটে দ্বিতীয় গোল করেন রবার্ট লেভান্ডফস্কি। রাফিনিয়ার পাস ক্লিয়ার করতে ব্যর্থ হন সেল্টার ডিফেন্ডার, সুযোগ কাজে লাগিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন অভিজ্ঞ এই স্ট্রাইকার। লা লিগায় এটি তার ১৫তম গোল, আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২০তম।
বার্সা দুই দফায় লিড নিলেও শেষ আট মিনিটে খেলায় আসে নাটকীয় পরিবর্তন। ৮২তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মার্ক কাসাদো। সংখ্যাগত দিক থেকে এগিয়ে থাকা সেল্টা এই সুযোগ কাজে লাগায়।
৮৪তম মিনিটে জুল কুন্দের ভুল থেকে বল পেয়ে আলফনসো গঞ্জালেস গোল করেন। এর দুই মিনিট পর হুগো আলভারেজের গোলে সমতায় ফেরে সেল্টা। ২০২১ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো দুই গোলের লিড নিয়ে ম্যাচ ড্র করতে হলো বার্সেলোনাকে।
এ ড্রয়ের ফলে টানা দ্বিতীয় ম্যাচ জয়হীন রইল বার্সা। তবে ১৪ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তারা লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ, আর দুই ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় রিয়াল মাদ্রিদ।
বার্সার শীর্ষস্থান ধরে রাখা গেলেও, সেল্টার মাঠে এই ড্র কোচ ফ্লিকের দলকে নতুন করে ভাবনায় ফেলে দিয়েছে। অপরদিকে একই রাতে টটেনহ্যাম বিপক্ষে ৪-০ গোলে হারের স্বাদ পায় ম্যানসিটি
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিট পেতে কঠিন সমীকরণে ব্রাজিল