লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবলে বাংলাদেশে রয়েছে অগণিত সমর্থক। বিশেষ করে, কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনার সমর্থনে বাংলাদেশের মানুষের যে উচ্ছ্বাস-উন্মাদনা দেখা গেছে, তা সারা বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই সময় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উদযাপনে দেশটিতে উড়েছিল বাংলাদেশের পতাকাও, যা ফুটবল ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের সমর্থকদের এই আবেগের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার শেয়ার করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এবার সেই বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টাইনরা।
শুক্রবার (১৬ নভেম্বর), আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ভেরিফায়েড এক্স (পূর্ববর্তী টুইটার) অ্যাকাউন্টে নতুন জার্সি নিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেছে। এক মিনিট ১৭ সেকেন্ডের এই ভিডিয়োটিতে আর্জেন্টিনা দলের নতুন জার্সি পরিহিত অবস্থায় লিওনেল মেসি, রদ্রিগো ডি পলসহ অন্যান্য তারকা খেলোয়াড়দের দেখা যায়।
আলবিসেলেস্তেদের নতুন এই জার্সিটি তৈরি করা হয়েছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে এএফএ’র সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে। নতুন জার্সিতে কিছু পরিবর্তন লক্ষ করা গেছে। আকাশি নীল রঙকে করা হয়েছে আরও হালকা, কাঁধে থাকা নীল স্ট্র্যাপটি সরিয়ে ফেলা হয়েছে এবং এএফএ ও অ্যাডিডাসের লোগোগুলোতে যুক্ত হয়েছে উজ্জ্বল সোনালি রং।
তবে এই জার্সির বিশেষ দিকটি হলো, ভিডিয়োর মাধ্যমে বাংলাদেশের প্রতি সম্মান প্রদর্শন। ভিডিয়োর ৪৮-৪৯ সেকেন্ডে একটি টিভি স্ক্রিনে বাংলাদেশের সেই বিখ্যাত মুহূর্তটি প্রদর্শিত হয়েছে, যেখানে বড় স্ক্রিনে আর্জেন্টিনার খেলা উপভোগ করছেন হাজার হাজার বাংলাদেশি। সেই দৃশ্যে দেখা যায়, আর্জেন্টিনার একটি গোল উদযাপনে বাংলাদেশি সমর্থকদের উল্লাস। এই ভিডিয়োটি কাতার বিশ্বকাপের সময় ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল।
এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, এই বিশেষ জার্সি আর্জেন্টিনা জাতীয় দল প্রথমবার পরিধান করবে আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) পেরুর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে।
বাংলাদেশের মানুষের প্রতি এমন সম্মান দেখিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আবারও প্রমাণ করল, ফুটবল কেবল খেলা নয়; এটি দুই দেশের মানুষের মধ্যে ভালোবাসা, আবেগ এবং বন্ধুত্বের সেতু।
আরও পড়ুন
রোনালদোর জোড়া গোলে পোল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ৫-১ বড় জয়
বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের কাছে হোঁচট খেল আর্জেন্টিনা