লাউতারো মার্তিনেজের গোলে শুরুতেই লিড নেয় আর্জেন্টিনা, তবে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সেই সুবিধা। প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়া চমকপ্রদ বাইসাইকেল কিকে সমতায় ফেরান। পরে ওমর আলদেরেতের দুর্দান্ত হেডে জয় নিশ্চিত করে স্বাগতিক প্যারাগুয়ে।
বিশ্বকাপ বাছাইপর্বে এ ম্যাচে ২-১ ব্যবধানে প্যারাগুয়ের কাছে হেরে গেছে আর্জেন্টিনা। এটি এবারের আসরে তাদের তৃতীয় পরাজয়।
ম্যাচের ১১তম মিনিটে আর্জেন্টিনা এগিয়ে যায় লাউতারো মার্তিনেজের গোলে। এনজো ফার্নান্দেসের চমৎকার থ্রু পাস ধরে ডিফেন্ডারকে পেছনে ফেলে আড়াআড়ি শটে বল জালে পাঠান লাউতারো। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরের সাহায্যে গোলটি বৈধতা পান।
তবে আর্জেন্টিনা লিড ধরে রাখতে পারে মাত্র ৮ মিনিট। ১৯তম মিনিটে প্যারাগুয়ের গুস্তাভো গোমেসের হেড ক্রসবারে লেগে ফিরলেও পরক্ষণেই গুস্তাভো ভেলাসকেসের ক্রসে বাইসাইকেল কিকে গোল করেন আন্তোনিও সানাব্রিয়া। এমিলিয়ানো মার্টিনেজের ঝাঁপানোও রুখতে পারেনি পোস্ট ঘেঁষে ঢোকা দুর্দান্ত এই শট।
২৫তম মিনিটে আর্জেন্টিনার জন্য সুবর্ণ সুযোগ এসেছিল। নাহুয়েল মোলিনার ক্রসে লিওনেল মেসি বল পেলেও লক্ষ্যে রাখতে ব্যর্থ হন। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
বিরতির পরই এগিয়ে যায় প্যারাগুয়ে। ৪৭তম মিনিটে গুস্তাভো গোমেসের ফ্রি কিকে ডিফেন্ডার ওমর আলদেরেতে ডাইভিং হেডে বল জালে পাঠান।
এরপর ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় আর্জেন্টিনা। তবে বল দখলে ও আক্রমণে এগিয়ে থাকা প্যারাগুয়ে তাদের চাপ বাড়িয়ে রাখে। ৭৯তম মিনিটে মেসি দূরপাল্লার এক শটে গোলের সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে বল পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। এতে আর সমতায় ফেরা সম্ভব হয়নি আর্জেন্টিনার।
এই পরাজয়ের পরও আর্জেন্টিনা ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে। তবে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার সুযোগ রয়েছে তাদের সঙ্গে সমতা আনার। অন্যদিকে, ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করা ব্রাজিল ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় অবস্থানে।
মেসিদের জন্য হতাশার এই রাতটি প্যারাগুয়ের উজ্জ্বল সাফল্যের গল্প হয়ে রইল।