শুক্রবার রাতে উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের বিপক্ষে ঠিক এমনই অবিশ্বাস্য পারফরম্যান্স দেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৯ বছর বয়সেও নিজের ক্লাসিক ফর্ম ধরে রেখে দলকে বড় জয়ের পথে নিয়ে গেছেন তিনি। রোনালদোর দুর্দান্ত নৈপুণ্যে পর্তুগাল পোল্যান্ডকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে।
এ জয়ে রোনালদো গড়েছেন নতুন রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৩২ ম্যাচ জেতার অনন্য কীর্তি এখন রোনালদোর দখলে, পেছনে ফেলেছেন স্পেনের সের্হিও রামোসকে।
পোর্তোর দো দ্রাগাও স্টেডিয়ামে নেশনস লিগের গ্রুপ এওয়ানের ম্যাচে রোনালদোর পাশাপাশি গোল করেছেন রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্দেজ এবং পেদ্রো নেতো। প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে শুরু হয় গোলের বৃষ্টি।
৫৯ মিনিটে রাফায়েল লিয়াও পর্তুগালের হয়ে প্রথম গোল করেন। এরপর ৭২ মিনিটে রোনালদো দেখান তার ক্লাসিক স্টাইল। ‘পানেনকা’ পেনাল্টি শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। তবে ম্যাচের সেরা মুহূর্তটি আসে ৮৭ মিনিটে। ডান দিক থেকে ভিতিনিয়ার উঁচু ক্রসে রোনালদো শূন্যে ভেসে দুর্দান্ত এক ওভারহেড কিকে দলের পঞ্চম গোলটি করেন। এই গোলের সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা বেড়ে হয়েছে ১৩৫ এবং ক্যারিয়ারে মোট ৯১০ গোল—যা দুটোই সর্বকালের রেকর্ড।
ম্যাচ শেষে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বলেন, “প্রথমার্ধে আমরা মনোযোগ হারিয়ে ফেলেছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধ ছিল অসাধারণ। দলের মানসিকতায় পরিবর্তন এনে আমরা প্রতিপক্ষকে খেলতেই দেইনি। এটি আমার দেখা অন্যতম সেরা পারফরম্যান্স।”
এ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। গ্রুপের শেষ ম্যাচে আগামী ১৫ অক্টোবর স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হোঁচট খেল আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার সাথে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল