ফুটবল দুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে, কেননা ভিনিসিয়াস জুনিয়র এই বছরের ব্যালন দ’র জিততে পারেননি। ব্রাজিলিয়ান এই তারকা দাবি করেছেন, বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার থেকে বঞ্চিত করা হয়েছে। তবে ব্যালন ডি’অর আয়োজকদের ব্যাখ্যায় উঠে এসেছে ভিন্ন দৃষ্টিকোণ।
প্যারিসে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড়কে পেছনে ফেলে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি ব্যালন ডি’অর জিতেছেন। ভিনিসিউস দ্বিতীয় হন, আর তার ক্লাব সতীর্থ জুড বেলিংহ্যাম তৃতীয় এবং দানি কারভাহাল চতুর্থ স্থান দখল করেন। গত মৌসুমে রিয়ালের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পুরস্কারের দৌড়ে এগিয়ে ছিলেন ভিনিসিয়াস।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানায়, রিয়াল মাদ্রিদ অনুষ্ঠানে যোগ দিতে প্রথমে ৫০ জনের উপস্থিতির ভিনিসিয়াস করলেও, কিছুক্ষণ আগে জানা যায় যে, ভিনিসিয়াস ব্যালন ডি’অর জিতছেন না। ফলে কোনো প্রতিনিধিই অনুষ্ঠানে যাননি।
ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের সঙ্গে আলাপচারিতায় ফ্রান্স ফুটবল-এর প্রধান সম্পাদক ভাঁসা গাসসিয়া জানান, রিয়ালের বেলিংহ্যাম ও কারভাহালের শীর্ষ পাঁচে থাকার কারণে ভোট ভাগাভাগি হয়েছে, ফলে ভিনিসিয়াস কিছু পয়েন্ট কম পেয়েছেন। গাসসিয়ার মতে, এটি আসলে রিয়ালের মৌসুমের সারসংক্ষেপ, যেখানে ক্লাবের অনেক খেলোয়াড় শীর্ষ স্থানে থাকায় ভোট বিভাজিত হয়েছে, যা রদ্রির জন্য সুবিধা হয়ে দাঁড়ায়।
ব্যালন ডি’অর বিজয়ী নির্বাচনে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের ভোট নেওয়া হয়। ১৯৬০ সালের পর স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে ব্যালন দ’র জয়ী রদ্রি, যিনি ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয় এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের শিরোপা অর্জনে বড় অবদান রাখেন। গাসসিয়া জানান, রদ্রির নাম পুরস্কারের একদম শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হয়েছিল এবং মঞ্চে তার আবেগই এর প্রমাণ।
রদ্রি নিজেও জানান, তিনি আগে থেকে কিছু জানতেন না। গাসসিয়া উল্লেখ করেন, বিভিন্ন ক্লাব আগে থেকেই ফল জানার চাপ দিলেও তিনি নিরপেক্ষ থেকেছেন। রেয়াল মাদ্রিদ তার নীরবতা থেকে ফল অনুমান করে প্যারিসে অংশগ্রহণ করেনি।
তবে রিয়ালের দাবি ভিন্ন ,তাদের মতে “তাদের সাথে প্রতারণা করা হয়েছে, ব্যালন ডি’অর এর যোগ্য ভিনিসিয়াসই, যেখানে যোগ্য ব্যক্তিকে সম্মান করতে জানে না, সেখানে রিয়েল যায় না, তাই তারা ব্যালন ডি’অর কে বয়কট করেছে”।
আরও পড়ুন
ব্যালন ডি’অর ২০২৪: কে জিতল কোন ট্রফি
সব জল্পনা-কল্পনার অবসান, রদ্রির হাতে ব্যালন ডি’অর