টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানির প্রবাহে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ দেশের পূর্বাঞ্চলের ১০টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তার প্রথম মাসের বেতন বন্যাদুর্গতদের সহায়তায় ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নিয়েই তিনি ক্রীড়া খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। এবার বন্যাদুর্গতদের সহায়তায় নিজের প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দান করে তিনি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ফেসবুকে একটি পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। সেখানে তিনি লিখেছেন, “উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব। সংকট মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।”
এছাড়াও, বাংলাদেশে সৃষ্ট হঠাৎ বন্যার প্রসঙ্গে আসিফ মাহমুদ ভারতের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। আরেকটি পোস্টে তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে এমন কাজ, যেমন হঠাৎ করে ওয়াটার গেট খুলে বন্যা সৃষ্টি করা, ভারতের উচিত এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া।”
উল্লেখ্য, ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালী, এবং কুমিল্লা জেলার লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাস্তাঘাট এবং ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এই অবস্থায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের জন্য এবং খাবার সরবরাহের জন্য বিভিন্ন টিম কাজ করছে। এছাড়া, সারা দেশজুড়ে বন্যাদুর্গতদের সহায়তায় তহবিল সংগ্রহের কার্যক্রম চলছে।
আরও পড়ুন
ঘরে বসে আয় করার ১০টি সহজ উপায়
অর্থ আদান-প্রদানে বাংলাদেশ ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা