টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ ও মৌলভীবাজারে লাখো মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। এই দুর্যোগে চার জেলায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কুমিল্লা
কুমিল্লায় বন্যায় চারজনের মৃত্যু হয়েছে। নাঙ্গলকোটের দাউদপুরে কেরামত আলী (৪৫) মাছ ধরতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যান। কুমিল্লা শহরে রাফি (১৫) বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। চৌদ্দগ্রামে শাহাদাত হোসেন (৩৪) গাছ পড়ে মারা গেছেন, এবং লাকসামে পানিতে তলিয়ে মারা যাওয়া এক শিশুর পরিচয় এখনও জানা যায়নি।
কক্সবাজার
কক্সবাজারে টানা বর্ষণ ও উজানের ঢলে প্রায় দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়ে তিন লাখ মানুষ পানিবন্দি হয়েছেন। রামুতে সাচিং মারমা (২৬) ও আমজাদ হোছন (২২) বন্যার পানিতে ভেসে গিয়ে মারা গেছেন। কক্সবাজারের বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
ফেনী
ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কুমিল্লা, ফেনী, চট্টগ্রামসহ কয়েকটি জেলায় ১ লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহাড়ি ঢলের বন্যার পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
ঘরে বসে আয় করার ১০টি সহজ উপায়
অর্থ আদান-প্রদানে বাংলাদেশ ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা