গত মৌসুমে লিওনেল মেসিকে বিশাল অঙ্কের প্রস্তাব দিয়ে আলোচনায় আসে সৌদি ক্লাব আল হিলাল। তবে মেসি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আল আহলির প্রস্তাব, যা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের উদ্দেশ্যে দেওয়া হয়েছে।
কয়েক দিন আগে বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে অ্যাথলেটিক, জানিয়েছে যে ভিনিসিয়ুস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি আল আহলির প্রস্তাবের বিস্তারিত তথ্য সামনে এসেছে।
সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ভিনিসিয়ুসকে আল আহলিতে যোগ দেওয়ার জন্য ১০০ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে সম্মতি জানালে তিনি বিশ্বের সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত ক্রীড়াবিদ হতেন।
ব্রাজিলিয়ান গণমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থ দিয়ে প্রতি বছর ভিনিসিয়ুস ৭টি বিলাসবহুল গাড়ি কিনতে পারতেন। প্রস্তাব অনুযায়ী, তিনি প্রতি সেকেন্ডে ৩৮ ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় ৮১৩ টাকা) আয় করতেন।
প্রতি মিনিটে এই আয় হতো ২.২৯ হাজার ব্রাজিলিয়ান রিয়াল। একইভাবে, সপ্তাহে এটি দাঁড়াত ২ কোটি ৫০ লাখ ব্রাজিলিয়ান রিয়ালে। এক বছরে ১০ লাখ ২০ হাজার রিয়াল এবং ৫ বছরে মোট আয় হতো ৬০০ কোটি ব্রাজিলিয়ান রিয়াল বা ১০০ কোটি মার্কিন ডলার।
এতো বিপুল অর্থ দিয়ে ভিনিসিয়ুস কী করতে পারতেন, সে সম্পর্কে মজার একটি তালিকা তৈরি করেছে ও গ্লোবো।
যদি তিনি এই প্রস্তাবে রাজি হতেন, তাহলে সবচেয়ে দামি গাড়ি কিনতে তার সময় লাগত দেড় মাস। প্রতি বছর তিনি অন্তত ৭টি বিলাসবহুল গাড়ি কিনতে পারতেন। ব্রাজিলের সবচেয়ে দামি বাড়িটির মূল্য ২২ কোটি ব্রাজিলিয়ান রিয়াল (৪ কোটি মার্কিন ডলার), এবং সেই বাড়ি কিনতে তার সময় লাগত মাত্র দুই মাসের কিছু বেশি।
গাড়ি-বাড়ির পর, তালিকায় আছে ব্যক্তিগত বিমান। ব্রাজিলের সবচেয়ে দামি ব্যক্তিগত এয়ারক্রাফট বোম্বারডিয়ার গ্লোবাল ৭৫০০, যার মূল্য ৩৭ কোটি ৬০ লাখ রিয়াল (৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার)। এই প্রস্তাবে সম্মতি জানালে মাত্র ৪ মাসের মধ্যেই ভিনিসিয়ুস এটি কিনতে পারতেন।
আরও পড়ুন
ঘরে বসে আয় করার ১০টি সহজ উপায়
লাইক কমেন্ট ও শেয়ার করে ইনকাম Likebook থেকে
অর্থ আদান-প্রদানে বাংলাদেশ ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা