
বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে স্বামীর নির্মম পিটুনিতে স্ত্রী প্রাণ হারিয়েছেন বলে এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত গৃহবধূর নাম সাজেদা বেগম (৫৫)। তাঁর স্বামী মোঃ তৈয়ব আলী হাওলাদার (৬৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানা গেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গতকাল (১৯ জুলাই) রাতে চাওড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাতাকাটা গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই একপর্যায়ে গতকাল রাতে তাদের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। একপর্যায়ে তৈয়ব আলী হাওলাদার ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় সাজেদা বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত তৈয়ব আলী পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি একটি মর্মান্তিক ঘটনা। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং অভিযুক্তকে দ্রুত আটকের জন্য চেষ্টা চলছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।