
নিশ্চিত হওয়ার পর অবশেষে এল আনুষ্ঠানিক ঘোষণা—লামিনে ইয়ামাল এখন বার্সেলোনার ইতিহাসগড়া ১০ নম্বর জার্সির নতুন অধিকারী। কাতালান ক্লাবটির হয়ে আগামী মৌসুম থেকেই এই কিংবদন্তিতুল্য জার্সি গায়ে চাপাবেন ১৮ বছর বয়সী এই স্প্যানিশ সেনসেশন।
বুধবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ইয়ামালের হাতে তুলে দেওয়া হয় ১০ নম্বর জার্সিটি। তার সঙ্গে সম্পন্ন হয় বাকি আনুষ্ঠানিক চুক্তির কাজও। মূলত গত মাসেই ইয়ামালের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি করে বার্সেলোনা, তবে সেসময় কোনো আনুষ্ঠানিক ছবি তোলা হয়নি। কারণ হিসেবে জানা যায়, ইয়ামালের প্রিয় দাদি উপস্থিত থাকতে পারেননি। যিনি তার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বের জায়গা দখল করে আছেন।
অবশেষে পরিবারের সবাইকে পাশে নিয়ে নতুন চুক্তি এবং ১০ নম্বর জার্সি পাওয়ার মুহূর্তটি উদযাপন করেছেন ইয়ামাল। ছোটবেলার স্বপ্ন যে এত দ্রুত এত গৌরবের রূপ নেবে, তা হয়তো তিনিও ভাবেননি।
বার্সেলোনার ১০ নম্বর জার্সিটি একসময় পরেছেন বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম লিওনেল মেসি। ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে এই জার্সি পরে খেলেছেন তিনি। তার আগেও এই জার্সি গায়ে চাপিয়েছেন দিয়েগো মারাদোনা, রোনালদিনিয়ো, রিভালদো ও রোমারিওর মতো কিংবদন্তিরা।
ক্লাবের হয়ে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে নেতৃত্ব দিয়েছেন মেসি, যিনি একই সঙ্গে বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও। তার বিদায়ের পর ১০ নম্বর জার্সি পেয়েছিলেন তরুণ প্রতিভা আনসু ফাতি। কিন্তু ইনজুরি ও ধারাবাহিকতা না থাকায় তিনি নিজের জায়গা ধরে রাখতে পারেননি। সম্প্রতি ধারে ফ্রান্সের ক্লাব মোনাকোয় যোগ দিয়েছেন ফাতি।
এমন এক ঐতিহাসিক ও প্রতীকী জার্সি এখন তরুণ ইয়ামালের হাতে। উচ্ছ্বসিত ইয়ামাল বলেছেন,
“ছোটবেলা থেকেই আমি স্বপ্ন দেখতাম বার্সেলোনার হয়ে খেলার, ক্লাবটির হয়ে বেড়ে ওঠার এবং একদিন ১০ নম্বর জার্সি পরে মাঠে নামার। বার্সেলোনায় জন্ম নেওয়া প্রতিটি শিশু এই স্বপ্ন দেখে। মেসি তার মতো করে নিজের ছাপ রেখে গেছেন, এখন আমার পালা—আমি আমার ছাপ রাখব।”
মাত্র ১৮ বছর বয়সেই ইয়ামাল বার্সার মূল দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি হয়ে উঠেছেন দলের অন্যতম তারকা, ভেঙেছেন একের পর এক রেকর্ড। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ১০৬টি ম্যাচে মাঠে নেমে করেছেন ২৫টি গোল। লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয় তো আছেই, স্পেনের জাতীয় দলের হয়ে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদও পেয়েছেন তিনি।
বার্সেলোনায় এই নিয়ে ইয়ামালের চতুর্থ জার্সি নম্বর। ২০২২-২৩ মৌসুমে অভিষেকের সময় তার জার্সি ছিল ৪১ নম্বর। এরপর ২৭, তারপর ১৯ নম্বর জার্সি পরে খেলেছেন তিনি। ঠিক যেমনটা একসময় করেছিলেন মেসিও—১০ নম্বর জার্সি পাওয়ার আগে তারও নম্বর ছিল ১৯।
এখন ১০ নম্বর জার্সি পেয়ে নিজের ভবিষ্যৎ লক্ষ্যও স্পষ্ট করেছেন ইয়ামাল:
“আমার এখনো চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ জেতা হয়নি। এ দুটো জয়ের জন্যই আমি লড়াই করে যাব।”
বার্সার ইতিহাসে ১০ নম্বর জার্সি কেবল একটি সংখ্যা নয়—এটা সম্মান, দায়িত্ব, এবং এক বিশেষ উত্তরাধিকারের প্রতীক। ইয়ামাল এখন সেই উত্তরাধিকার বহনের দায়িত্ব নিয়েছেন। তার প্রতিভা, আত্মবিশ্বাস ও পরিশ্রমের প্রতিশ্রুতি বলছে—এবারের ১০ নম্বর হয়তো আবারও হয়ে উঠবে বার্সেলোনার গর্বের প্রতিচ্ছবি।