
প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল (শুক্রবার) কলম্বিয়ার মুখোমুখি হতে যাচ্ছে সেলেসাওরা। বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে ব্রাজিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে শুরু হবে লাতিন আমেরিকার দুই শক্তিশালী দলের এই লড়াই।
বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে এই ম্যাচটি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগামী ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মহারণের আগে আত্মবিশ্বাস ফেরানোর লক্ষ্যে এই ম্যাচে জয় চাইবে কোচ দরিভাল জুনিয়রের দল।
গত ৬ মার্চ আসন্ন দুটি ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা করেছিলেন কোচ দরিভাল। তবে এরপর বড় ধাক্কা খায় সেলেসাওরা, যখন জানা যায়, দীর্ঘ ১৬ মাস পর জাতীয় দলে ফেরা সুপারস্টার নেইমার জুনিয়র নতুন করে পাওয়া পেশির চোটের কারণে ছিটকে গেছেন। শুধু নেইমারই নন, চোটের কারণে দলে থাকতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো ও প্রথম পছন্দের গোলরক্ষক এডারসন মোরায়েসও।
তাদের অনুপস্থিতিতে দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ—গোলরক্ষক লুকাস পেরি, ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো এবং প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড ফিলিপে এন্ড্রিকে। তবে ব্রাজিল কোচ দল নিয়ে আত্মবিশ্বাসী এবং কলম্বিয়ার বিপক্ষে ভালো ফলের ব্যাপারে আশাবাদী।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ৬২ বছর বয়সী ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেন,
“আমরা উন্নতির ধারা ধরে রাখতে চাই। বিশ্বকাপ বাছাইপর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা, যেখানে আত্মবিশ্বাস অর্জন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কলম্বিয়া একটি শক্তিশালী দল, তারা ধারাবাহিকভাবে উন্নতি করছে এবং তাদের রোমাঞ্চকর কিছু খেলোয়াড় আছে, যারা ইউরোপসহ বিশ্বের বড় বড় ক্লাবে খেলে।”
তিনি আরও যোগ করেন,
“ভক্তদের সমর্থন আমাদের সঙ্গে থাকবে। আমি নিশ্চিত, মানে গারিঞ্চার গ্যালারি পূর্ণ থাকবে এবং সমর্থকদের সামনে আমরা দারুণ একটি ম্যাচ খেলব। কলম্বিয়ার বিপক্ষে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, তবে আমি বিশ্বাস করি, আমরা ভালো কিছু করব।”
ম্যাচ পূর্ববর্তী অনুশীলনে ব্রাজিল কোচ যেভাবে দল সাজিয়েছেন, তাতে করে আজকের ম্যাচেও সেই একই পরিকল্পনা দেখা যেতে পারে। আক্রমণভাগে মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগের ব্রাইটন তারকা জোয়াও পেদ্রো। তার সঙ্গে আক্রমণে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো গোয়েস ও রাফিনিয়া, যারা প্রতিপক্ষের রক্ষণভাগকে ভাঙতে মরিয়া থাকবে।
গোলরক্ষক এডারসন না থাকায় লিভারপুলের তারকা গোলকিপার অ্যালিসন বেকারই গোলবারের দায়িত্ব সামলাবেন। রক্ষণভাগে মার্কিনিয়োস ও গ্যাব্রিয়েল মাগালায়েসের সঙ্গে গুইলার্মে অ্যারানা ও ভ্যান্ডারসন থাকবেন। মাঝমাঠের নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন ব্রুনো গুইমারেস ও গারসন।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: অ্যালিসন বেকার
ডিফেন্ডার: ভ্যান্ডারসন, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, গুইলার্মে অ্যারানা
মিডফিল্ডার: গারসন, ব্রুনো গুইমারেস
আক্রমণভাগ: রদ্রিগো গোয়েস, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, জোয়াও পেদ্রো
বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিল ঘরের মাঠে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিতে মরিয়া। তবে কলম্বিয়ার শক্তিশালী স্কোয়াডের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না। ফুটবলপ্রেমীদের জন্য উত্তেজনাপূর্ণ এক লড়াই অপেক্ষা করছে মানে গারিঞ্চা স্টেডিয়ামে।