
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের উত্তেজনা এখনো কাটেনি। তবে এর মধ্যেই লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ ছিল ভিয়ারিয়াল, যারা নিজেদের মাঠে সবসময়ই শক্ত প্রতিপক্ষ হিসেবে পরিচিত। ক্লান্তি, চোট সমস্যা কিংবা প্রতিপক্ষের চাপ—সবকিছু ছাপিয়ে শেষ পর্যন্ত এমবাপের নৈপুণ্যে জয় নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলোত্তির দল।
শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত লা লিগার এই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে, যিনি চ্যাম্পিয়নস লিগে ক্লান্ত থাকলেও এদিন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। অন্যদিকে, ভিয়ারিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন হুয়ান ফয়থ।
ম্যাচের চিত্র: পরিসংখ্যানে ভিয়ারিয়ালের আধিপত্য
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভিয়ারিয়াল। বল দখলে সামান্য পিছিয়ে থাকলেও আক্রমণে তারা আধিপত্য দেখায়। স্বাগতিক দল গোলের জন্য মোট ২৩টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ মাত্র ৯টি শট নিতে পারে, যার পাঁচটি লক্ষ্যে ছিল। তবে দক্ষ ফিনিশিংয়ের কারণে জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলোত্তির শিষ্যরা।
পয়েন্ট তালিকায় রিয়ালের অবস্থান শক্তিশালী
এই জয়ের পর লা লিগার পয়েন্ট তালিকায় আরও মজবুত অবস্থানে চলে গেছে রিয়াল মাদ্রিদ। ২৮ ম্যাচ শেষে দলটির সংগ্রহ ৬০ পয়েন্ট, যেখানে ১৮টি জয় ও ৬টি ড্র রয়েছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, অর্থাৎ তাদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে।
তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২৭ ম্যাচে ৫৬, চতুর্থ স্থানে থাকা আথলেতিক বিলবাওয়ের সংগ্রহ ৪৯ পয়েন্ট। ভিয়ারিয়াল ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে।
এই জয়ের ফলে লিগ শিরোপার লড়াইয়ে আরও ভালো অবস্থানে চলে গেল রিয়াল মাদ্রিদ। তবে সামনে এখনো অনেক ম্যাচ বাকি, যেখানে প্রতিদ্বন্দ্বী দলগুলো সুযোগ পেলেই ব্যবধান কমিয়ে আনতে চাইবে। আগামী ম্যাচগুলো তাই রিয়ালের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।