
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) উপজেলার চাপড়তলা গ্রামে মোল্লা গোষ্ঠী ও ফকির গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার ওই গ্রামে ফুটবল খেলা চলাকালে ফকির গোষ্ঠীর বাবুর সঙ্গে মোল্লাবাড়ি গোষ্ঠীর আকাশের বাকবিতণ্ডা হয়। তর্ক-বিতর্ক একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে এবং তা রবিবার সংঘর্ষে রূপ নেয়।
কিন্তু এতে দ্বন্দ্ব না মিটে বরং উত্তেজনা আরও বেড়ে যায়। সোমবার বিকেলে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, “ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।