
আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচকে সামনে রেখে ৫২ সদস্যের বিশাল প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। দীর্ঘ ১৬ মাস পর জাতীয় দলে ফিরতে পারেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। পাশাপাশি প্রায় ৯ বছর পর ব্রাজিলের রাডারে এসেছেন অভিজ্ঞ মিডফিল্ডার অস্কার। তবে এই দুজনেরই জাতীয় দলে প্রত্যাবর্তন এখনো নিশ্চিত নয়, কারণ মূল স্কোয়াডে জায়গা পেতে হলে অপেক্ষা করতে হবে চূড়ান্ত ঘোষণার জন্য।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোট পেয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। এখনো তার পূর্ণ ফিটনেস নিয়ে কিছুটা প্রশ্ন থাকলেও, প্রাথমিক স্কোয়াডে তাকে রেখে নতুন কোচ দরিভাল জুনিয়র আশার বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান ভক্তদের।
অন্যদিকে, চাইনিজ লিগে দীর্ঘ সময় খেলার পর চলতি বছরের জানুয়ারিতে ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে যোগ দিয়েছেন অস্কার। শেষবার ২০১৬ সালে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে কোচ দরিভাল জুনিয়রের, যা তাকে প্রায় এক দশক পর জাতীয় দলের সম্ভাব্য তালিকায় ফেরার সুযোগ করে দিয়েছে।
বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলে পাঁচ নম্বরে অবস্থান করছে ব্রাজিল। স্বয়ংক্রিয়ভাবে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে হলে দলটিকে মার্চের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে ভালো পারফরম্যান্স করতেই হবে।
আগামী ২১ মার্চ ঘরের মাঠে কলম্বিয়াকে আতিথেয়তা দেবে ব্রাজিল, এরপর ২৬ মার্চ লা বোম্বোনেরা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে যাবে সেলেসাওরা। এই দুই ম্যাচের ফলাফল ব্রাজিলের বিশ্বকাপ যাত্রার দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড (৫২ জন)
গোলরক্ষক:
- অ্যালিসন বেকার (লিভারপুল)
- বেনেডিক্ট (আল-নাসর)
- এডারসন (ম্যানচেস্টার সিটি)
- হুগো সুজা (করিন্থিয়ানস)
- লুকাস পেরি (লিঁও)
- ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার:
- আলেক্সান্দ্রো (লিলি)
- বেরালদো (পিএসজি)
- দানিলো (ফ্ল্যামেঙ্গো)
- ফ্যাব্রিসিও ব্রুনো (ক্রুজ)
- গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস (আর্সেনাল)
- লিও অর্টিজ (ফ্ল্যামেঙ্গো)
- মারকুইনহোস (পিএসজি)
- মুরিলো (নটিংহাম ফরেস্ট)
সাইড ব্যাক:
- আবনার (লিঁও)
- অ্যালেক্স স্যান্দ্রো (ফ্ল্যামেঙ্গো)
- অ্যালেক্স তেলেস (বোতাফোগো)
- দোদো (ফিওরেন্তিনা)
- ডগলাস সান্তোস (জেনিত)
- গিলহের্মে অ্যারানা (অ্যাতলেটিকো মিনেইরো)
- ভ্যান্ডারসন (মোনাকো)
- ওয়েসলি (ফ্ল্যামেঙ্গো)
মিডফিল্ডার:
- অ্যালিসন (সাও পাওলো)
- অ্যান্ড্রু (উলভারহ্যাম্পটন)
- আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহ্যাম)
- আন্দ্রে সান্তোস (স্ত্রাসবার্গ)
- ব্রুনো গিমারেস (নিউক্যাসল)
- এডারসন (আতালান্তা)
- গারসন (ফ্ল্যামেঙ্গো)
- জোয়াও গোমেস (উলভারহ্যাম্পটন)
- জোয়েলিন্তন (নিউক্যাসল)
- লুকাস মৌরা (সাও পাওলো)
- লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম)
- ম্যাথিউস কুনহা (উলভারহ্যাম্পটন)
- নেইমার জুনিয়র (সান্তোস)
- অস্কার (সাও পাওলো)
ফরোয়ার্ড:
- অ্যান্তোনি (রিয়েল বেটিস)
- ব্রুনো হেনরিক (ফ্ল্যামেঙ্গো)
- এন্দরিক (রিয়াল মাদ্রিদ)
- স্টিফেন (পালমেইরাস)
- গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল)
- গ্যালেন (আল-আহলি)
- ইগর জেসাস (বোতাফোগো)
- ইগর পাইক্সাও (ফেইনুর্দ)
- জোয়াও পেদ্রো (ব্রাইটন)
- লুইজ হেনরিক (জেনিত)
- রাফিনহা (বার্সেলোনা)
- রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)
- স্যামুয়েল লিনো (অ্যাতলেটিকো মাদ্রিদ)
- স্যাভিনহো (ম্যানচেস্টার সিটি)
- ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
- ইউরি আলবার্তো (করিন্থিয়ানস)
নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ব্রাজিলের স্কোয়াডে। একদিকে নেইমার ও অস্কারের মতো অভিজ্ঞদের অন্তর্ভুক্তির সম্ভাবনা, অন্যদিকে বেশ কয়েকজন তরুণ তারকার সুযোগ পাওয়া ব্রাজিলের ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দেয়।
তবে ৫২ জনের এই প্রাথমিক দল থেকে কে কে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবেন, সেটিই এখন দেখার বিষয়। আগামী সপ্তাহে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে, যেখানে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের যাত্রার গুরুত্বপূর্ণ দুই ম্যাচের জন্য সেরা দলটাই মাঠে নামবে।