
পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুতের জোনাল অফিসে চুরির চেষ্টার ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ উঠেছে। তবে, নিরাপত্তা প্রহরী ও ডিউটি ম্যানের উপস্থিতি টের পেয়ে চোররা পালিয়ে যেতে বাধ্য হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে কলাপাড়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ভেতরে চুরির এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি চুরির উদ্দেশ্যে অফিস চত্বরে প্রবেশ করে। তারা নিচে রাখা একটি ৫০ কেভিএ ট্রান্সফরমারের ঢাকনা খুলে কয়েল চুরি করার চেষ্টা চালায়।
এ সময় অফিসের নিরাপত্তা প্রহরী আব্দুস সালাম চৌধুরী ও অভিযোগ কেন্দ্রের ডিউটি ম্যান মো. মাহাবুবুর রহমান অস্বাভাবিক শব্দ শুনে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। তাদের উপস্থিতি টের পেয়ে চোররা দ্রুত পালিয়ে যায়। নিরাপত্তাকর্মীরা তাদের পিছু ধাওয়া করলেও ধরা সম্ভব হয়নি।
ঘটনার পর পরই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয় এবং পরবর্তীতে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, চুরির চেষ্টার ফলে ট্রান্সফরমারটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, যার ফলে প্রায় ১ লাখ ৬১ হাজার ৬১৭ টাকার ক্ষতি হয়েছে।
কলাপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বৃহস্পতিবার মধ্যরাতে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি অফিসে প্রবেশ করে ট্রান্সফরমার চুরি করার চেষ্টা করে। তবে, নিরাপত্তা কর্মীদের সতর্কতার কারণে চুরি করতে পারেনি। তবুও এ ঘটনায় সমিতির লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।”
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা বলছেন, রাতের বেলায় গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় নিরাপত্তা আরও জোরদার করা দরকার, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।