
কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে এক অবিশ্বাস্য ম্যাচ উপহার দিল বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ। দুই দলের রুদ্ধশ্বাস লড়াইয়ে দেখা মিলল আটটি গোলের, যেখানে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে জয় হাতছাড়া করেছে কাতালানরা। ৯০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ৪-৪ গোলের নাটকীয় ড্রয়ে শেষ হয়েছে ম্যাচ।
মঙ্গলবার রাতে বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আতলেতিকো মাদ্রিদ
। খেলা শুরুর মাত্র এক মিনিটের মাথায়ই হুলিয়ান আলভারেজের গোল আতলেতিকোকে এগিয়ে দেয়। এরপর মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করে দলটি। এবার স্কোরশিটে নাম লেখান ফরাসি তারকা অ্যান্টোয়ান গ্রিজম্যান। ৬ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা।
তবে প্রথমার্ধেই দুর্দান্ত প্রত্যাবর্তন করে স্বাগতিকরা। ম্যাচের ১৯ মিনিটে মিডফিল্ডার পেদ্রির দারুণ এক গোলে ব্যবধান কমায় বার্সেলোনা। এই গোলের দুই মিনিট পর কর্নার থেকে রাফিনহার পাঠানো নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান ডিফেন্ডার জুলস কুন্দে। স্কোরলাইন তখন ২-২, সমতায় ফিরেছে কাতালানরা।
প্রথমার্ধের শেষ দিকে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের ৪১ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের গোলে ৩-২ ব্যবধানে লিড নেয় হ্যান্সি ফ্লিকের দল। প্রথমার্ধ শেষ হয় পাঁচ গোলের রোমাঞ্চ নিয়ে, যেখানে দুই গোল হজম করেও স্বস্তির নিশ্বাস ফেলার সুযোগ পায় বার্সা সমর্থকেরা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে স্বাগতিকরা। ম্যাচের ৭৪ মিনিটে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি স্কোরলাইন ৪-২ করেন, যা দেখে মনে হচ্ছিল, সহজেই জয়ের বন্দরে পৌঁছাবে বার্সেলোনা।
কিন্তু ফুটবল যে অনিশ্চয়তার খেলা, সেটাই প্রমাণ করল অ্যাতলেটিকো মাদ্রিদ! শেষ ৬ মিনিটে নাটকীয়ভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় তারা। ৮৪ মিনিটে মার্কোস ইয়োরেন্তের গোল অ্যাতলেটিকোকে ম্যাচে ফিরিয়ে আনে। এরপর যোগ করা অতিরিক্ত সময়ের তিন মিনিটে আলেকজান্ডার সরলথের শট বার্সার জালে জড়ালে স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। ম্যাচে সমতা ফেরে ৪-৪ গোলের ব্যবধানে।
শেষ মুহূর্তের এই নাটকীয়তায় বার্সেলোনা জয়বঞ্চিত হলেও কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে দুই দলই সমান সুযোগ নিয়ে নামবে। এখন দেখার বিষয়, ফিরতি লেগে কারা জায়গা করে নেয় ফাইনালের মঞ্চে।