ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জন্য রিয়াল মাদ্রিদে দিনগুলো সহজ যাচ্ছিল না। গোলের জন্য হাহাকার তাকে টেনে এনেছিল সমালোচনার কেন্দ্রে। রিয়ালের জার্সিতে টানা চার ম্যাচ গোলবঞ্চিত থাকার পর এবার নিজেকে চিনিয়ে দিলেন তিনি। গোল খরা কাটিয়ে লা লিগায় দলকে এনে দিলেন গুরুত্বপূর্ণ জয়।
লেগানেসের বিপক্ষে এই ম্যাচে ৩-০ গোলের বড় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের গোল দিয়ে শুরু হওয়া এ জয় নিশ্চিত করেছে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর স্বস্তি। কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা শীর্ষস্থান ধরে রাখা বার্সাকে চাপে ফেলে দিয়েছে।
আগের ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনার ড্র রিয়ালের সামনে একটা গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছিল। পয়েন্ট ব্যবধান কমানোর এই সুযোগ কাজে লাগাতে মরিয়া ছিল মাদ্রিদের জায়ান্টরা। ম্যাচের শুরু থেকেই তারা খেলেছে আক্রমণাত্মক ফুটবল। তবে প্রথমার্ধে বারবার আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না দলটি।
ম্যাচের ৪৩তম মিনিটে সেই অচলাবস্থা ভাঙেন কিলিয়ান এমবাপ্পে। ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে নিখুঁত শটে বল জালে পাঠিয়ে গোল করেন তিনি। তার গোলের সঙ্গে সঙ্গে মাদ্রিদের সমর্থকরা যেন হাঁফ ছেড়ে বাঁচে। গোল খরা কাটিয়ে প্রথমার্ধে দলকে এগিয়ে দেন এই ফরাসি তারকা।
প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও রিয়াল মাদ্রিদ থেমে থাকেনি। দ্বিতীয়ার্ধেও তারা ধরে রাখে নিজেদের আক্রমণাত্মক মেজাজ। ম্যাচের ৬৬তম মিনিটে ফেদেরিকো ভালভার্দে ব্যবধান বাড়ান দুর্দান্ত এক শটে।
এরপরও থেমে থাকেনি রিয়ালের আক্রমণ। লেগানেসের রক্ষণকে চাপে রেখে ম্যাচের শেষের দিকে তৃতীয় গোলটি করেন ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। ৮৫তম মিনিটে তার অসাধারণ ফিনিশিং নিশ্চিত করে ৩-০ গোলের দাপুটে জয়।
এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় আরও ঘনিষ্ঠ হয়ে এসেছে রিয়াল ও বার্সেলোনা। ১৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে ৩০। অন্যদিকে বার্সেলোনার পয়েন্ট ৩৪, তবে তারা একটি ম্যাচ বেশি খেলেছে। এক ম্যাচ হাতে রেখে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আনচেলত্তির দল।
কোচ কার্লো আনচেলত্তি দলের এমন পারফরম্যান্সে নিশ্চয়ই খুশি। এমবাপ্পের গোল খরা কাটানো এবং দলের ধারাবাহিক পারফরম্যান্স বার্সেলোনার জন্য সতর্কবার্তা হয়ে আসবে। রিয়াল মাদ্রিদের এই জয়ে শুধু লা লিগার শিরোপার লড়াই জমে ওঠেনি, বরং দলটির আত্মবিশ্বাসও আকাশচুম্বী হয়ে উঠেছে।
এখন অপেক্ষা শুধু শীর্ষে ওঠার। সামনের ম্যাচগুলোয় রিয়াল মাদ্রিদ কি বার্সেলোনাকে পেছনে ফেলতে পারবে? এমবাপ্পে ও তার সতীর্থদের ধারাবাহিকতা ধরে রাখার ওপরই নির্ভর করছে লিগের শিরোপার ভাগ্য।
সালাহর জোড়া গোলে লিভারপুলের নাটকীয় জয়
টটেনহ্যামের তাণ্ডবে বিধ্বস্ত ম্যানসিটি
সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনার নাটকীয় ড্র
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে এমিরেটসের একটি কার্গো উড়োজাহাজ। ফ্লাইট…
পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনির বাসায় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়োর…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা করেছে যে আসন্ন জাতীয় নির্বাচনে দলটি ‘শাপলা’ ও ‘শাপলায়’ প্রতীক…
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় রূপ বানু (৬০) নামে এক বৃদ্ধা নিহত…
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ…