ক্যাটাগরি গুলো: ফুটবল

সালাহর জোড়া গোলে লিভারপুলের নাটকীয় জয়

সাউথ্যাম্পটনকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল: সালাহর নৈপুণ্যে রোমাঞ্চকর জয় লিভারপুলের

লিগ টেবিলের নীচের সারির দল সাউথ্যাম্পটনের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও প্রতিপক্ষের দুই গোলের চাপে পড়ে গিয়েছিল তারা। তবে মোহামেদ সালাহর জোড়া গোলের নৈপুণ্যে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতেছে আর্না স্লটের দল।

লিভারপুল টিম | লিভারপুল এক্স প্রফাইল

রোববার সাউথ্যাম্পটনের মাঠে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের এই ম্যাচে আধিপত্য দেখিয়েছে লিভারপুল। ম্যাচের ৬০ শতাংশ সময় বল দখলে রাখা দলটি গোলের জন্য শট নিয়েছে ২৭টি, যার মধ্যে ১১টি লক্ষ্যে ছিল। বিপরীতে সাউথ্যাম্পটনের সাত শটের পাঁচটি লক্ষ্যে থাকলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটা সময় লিভারপুলের হাতেই ছিল।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক হয়ে ওঠে সাউথ্যাম্পটন। তবে বক্সের বাইরে থেকে মাতেউস ফের্নান্দেসের নেওয়া শট সহজেই রুখে দেন লিভারপুলের গোলরক্ষক কুইভিন কেলেহার। এরপর চাপ বাড়ায় লিভারপুল। ম্যাচের ৩০তম মিনিটে সাউথ্যাম্পটনের রক্ষণের ভুলে বল পেয়ে যান দোমিনিক সোবোসলাই। শক্তিশালী শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিভারপুল। বিরতির কিছুক্ষণ আগে, টাইলার ডিবলিংকে ফাউল করায় পেনাল্টি পায় সাউথ্যাম্পটন। যদিও ফাউলটি বক্সের বাইরে ছিল কি না তা নিয়ে বিতর্ক হয়। ভিএআর চেকের পর রেফারি পেনাল্টির সিদ্ধান্ত বহাল রাখেন। আর্মস্ট্রংয়ের নেওয়া প্রথম শট ঠেকিয়ে দিলেও ফিরতি শটে গোল হজম করেন কেলেহার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও চমক দেয় সাউথ্যাম্পটন। ৫৬তম মিনিটে আর্মস্ট্রংয়ের পাস পেয়ে ২০ বছর বয়সী মাতেউস ফের্নান্দেস তার প্রথম প্রিমিয়ার লিগ গোল করেন। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

৬৫তম মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষক ম্যাককার্থির ভুল কাজে লাগিয়ে লিভারপুলকে সমতায় ফেরান মোহামেদ সালাহ। রায়ান খাফেনবেখের নিখুঁত থ্রু পাসে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান মিশরের এই তারকা।

৮৩তম মিনিটে সাউথ্যাম্পটনের ডিফেন্ডার ইউকিনারি সুগাওয়ারার হাতে বল লাগলে পেনাল্টি পায় লিভারপুল। স্পট কিক থেকে গোল করে দলকে জয় এনে দেন সালাহ। এ নিয়ে চলতি লিগে তার গোল সংখ্যা দাঁড়াল ১৩টি, যা তাকে শীর্ষ গোলদাতার আসনে বসিয়েছে। তিনি পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডকে।

এই জয়ে লিভারপুল ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। ২২ পয়েন্ট করে নিয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে চেলসি, আর্সেনাল এবং ব্রাইটন।

ম্যাচের পুরোটা জুড়ে আধিপত্য বিস্তার করলেও কিছু ভুলের কারণে সাউথ্যাম্পটনকে সুযোগ দিয়েছিল লিভারপুল। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতার জোরেই জয় নিশ্চিত করেছে আর্না স্লটের দল।

আরও পড়ুন

টটেনহ্যামের তাণ্ডবে বিধ্বস্ত ম্যানসিটি

সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনার নাটকীয় ড্র

ব্রাজিল ফুটবলের পরিবর্তনে নেতৃত্ব দিতে চান রোনালদো

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

আজ (মঙ্গলবার) রাত ৮টায় ঢাকার মাটিতে ফুটবল মাঠে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী…

নভেম্বর ১৮, ২০২৫
  • ফুটবল

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

আর্সেনালের ঐতিহ্যবাহী ঘরের মাঠ এমিরাটস স্টেডিয়াম শনিবার রাত ১০টায় পরিণত হতে যাচ্ছে এক রঙিন ফুটবল…

নভেম্বর ১৫, ২০২৫
  • দূর্ঘটনা

আমতলীতে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত

বরগুনার আমতলী পৌরসভায় এক পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।…

নভেম্বর ২, ২০২৫
  • দূর্ঘটনা

হংকংয়ে এমিরেটস কার্গো প্লেন সাগরে; রানওয়ে দুর্ঘটনায় নিহত ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে এমিরেটসের একটি কার্গো উড়োজাহাজ। ফ্লাইট…

অক্টোবর ২০, ২০২৫
  • অপরাধ

আরমানিটোলায় প্রেমঘটিত ঘটনায় জবি ছাত্রদল নেতা খুন

পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনির বাসায় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন…

অক্টোবর ২০, ২০২৫
  • রাজনীতি

জুলাই সনদে স্বাক্ষর না দেওয়ার ব্যাখ্যা দিলেন এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়োর…

অক্টোবর ১৯, ২০২৫