আর্জেন্টিনার সুখের গৃহে যেন হঠাৎই দুর্ভাগ্যের মেঘ ঘনিয়েছে। সাম্প্রতিক পারফরম্যান্সে দারুণ ফর্মের ছন্দপতন ঘটেছে লিওনেল স্কালোনির শিষ্যদের। শেষ পাঁচ ম্যাচে তারা তিনবার জয়বঞ্চিত—দুই ম্যাচে হার, এক ম্যাচে ড্র। বিশেষ করে শেষ তিন অ্যাওয়ে ম্যাচে কোনো জয় না পাওয়ায় কিছুটা চাপা উৎকণ্ঠা তৈরি হয়েছে আর্জেন্টাইন শিবিরে। বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও সেই স্বস্তি যেন ম্লান হতে শুরু করেছে।
এদিকে ইনজুরির মিছিল যেন নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্কালোনির জন্য। বছরের শেষ সূচিতে দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে একের পর এক ইনজুরির খবর ভেসে আসছে। প্রথমে জার্মান পেজেলা ইনজুরিতে পড়েন। এরপরই তালিকায় যোগ হতে থাকেন একের পর এক খেলোয়াড়। পেরুর বিপক্ষে শেষ অনুশীলনের পর জানা গেছে, আর্জেন্টিনা স্কোয়াডের ছয় তারকা ইনজুরিতে ভুগছেন। এর মধ্যে তিনজন পুরোপুরি ছিটকে গেছেন দল থেকে।
পেরুর বিপক্ষে এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। নিজেদের শেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় পেরুর বিপক্ষে জয়ের বিকল্প নেই। যদিও স্কালোনির দল এখনও ফেবারিট হিসেবেই মাঠে নামবে।
নাহুয়েল মলিনা ও ক্রিশ্চিয়ান রোমেরো ইনজুরির কারণে পেরু ম্যাচে খেলতে পারবেন না। রাইটব্যাক পজিশনে মোলিনার জায়গায় খেলতে পারেন গঞ্জালো মন্টিয়েল, যিনি প্যারাগুয়ে ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। অন্যদিকে, রোমেরোর জায়গায় সেন্টারব্যাক হিসেবে দেখা যেতে পারে লিওনার্দো বালের্দিকে। নিকোলাস টালিয়াফিকোর অনুপস্থিতিতে ফাকুন্দো মেদিনা হতে পারেন সম্ভাব্য বিকল্প।
শেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে হারলেও বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা এখনও শীর্ষে। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া, সমান পয়েন্টে তৃতীয় স্থানে উরুগুয়ে। ব্রাজিল ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে।
বুধবার ভোর ৬টায় আর্জেন্টিনা-পেরু মুখোমুখি হবে। ইনজুরি-জর্জরিত আর্জেন্টিনা এবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে জয় ফিরিয়ে আনতে মরিয়া। একই রাতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল উরুগুয়ে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সময় বড় ৬ টা ৪৫ মিনিটে।
বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করার লক্ষ্য নিয়ে বিডিলীগ ডটকম আয়োজন করতে যাচ্ছে…
কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন কিংবা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে চার্জার একটি অপরিহার্য সরঞ্জাম। আমরা যেমন…
সম্প্রতি গুগল তাদের Google Phone App-এ বড় ধরনের পরিবর্তন এনেছে। বিশেষ করে ডায়ালপ্যাড, হোমপেজ ও…
বাংলাদেশের মানুষের খাদ্যসংস্কৃতিতে মাছ ও মাংসের গুরুত্ব অপরিসীম। ভাতের সঙ্গে মাছ কিংবা মাংস – দুইটিই…
নিশ্ছিদ্র অবরোধে জর্জরিত গাজায় একরাশ রক্তগঙ্গা বইয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (২৫ জুলাই) দিনভর চালানো…
সাম্প্রতিক এক যুগান্তকারী আবিষ্কারে সৌরজগতের প্রায় শেষ প্রান্তে, প্লুটোরও বহু দূরের এক রহস্যঘেরা অঞ্চলে, নতুন…