লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে উত্তেজনার শেষ নেই। প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার হারের হতাশা এবং ভেনেজুয়েলার সঙ্গে ব্রাজিলের ড্র, দুটোই সমর্থকদের জন্য হতাশাজনক ছিল। তবে এবার নতুন আশায় মাঠে নামছে দুই ফুটবল পরাশক্তি। ২০২৪ সালের আন্তর্জাতিক মিশন শেষ করতে ভোরে আবারও মাঠে নামবে আর্জেন্টিনা এবং ব্রাজিল।
বুয়েনস আইরেসে পেরুর বিপক্ষে আর্জেন্টিনা
বাংলাদেশ সময় বুধবার (২০ নভেম্বর) ভোর ৬টায় আর্জেন্টিনা তাদের হোমগ্রাউন্ড বুয়েনস আইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে পেরুর বিপক্ষে লড়বে। বিশ্বকাপ বাছাইপর্বে সবার শীর্ষে থাকা আর্জেন্টিনা নিজেদের শেষ কয়েকটি ম্যাচে সাফল্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে। লিওনেল স্কালোনির শিষ্যরা শেষ পাঁচ ম্যাচে মাত্র দুইটি জয় পেয়েছে। বাকি তিনটি ম্যাচের মধ্যে দুটি হারের পাশাপাশি একটি ম্যাচ ড্র করেছে তারা।
বিশেষত অ্যাওয়ে ম্যাচগুলোতে আর্জেন্টিনার পারফরম্যান্স বেশ দুর্বল ছিল। শেষ তিন অ্যাওয়ে ম্যাচেই জয় বঞ্চিত মেসিরা। এমনকি প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হারের পর পেরুর বিপক্ষে এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ। মেসি, আলভারেজ এবং ডি মারিয়ার নেতৃত্বে আর্জেন্টিনার আক্রমণভাগ কতটা কার্যকরী হতে পারে, সেটাই এখন দেখার বিষয়। পেরুর বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আর্জেন্টিনা।
সালভাদরে উরুগুয়ের মুখোমুখি ব্রাজিল
অন্যদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টা ৪৫ মিনিটে তাদের হোমগ্রাউন্ড সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় শক্তিশালী উরুগুয়ের মুখোমুখি হবে। ব্রাজিলের সাম্প্রতিক ফর্মও আশাব্যঞ্জক নয়। শেষ ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর কোচ দরিভাল জুনিয়রের শিষ্যরা সমালোচনার মুখে পড়েছে।
উরুগুয়ের বিপক্ষে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সও তেমন ভালো নয়। কোপা আমেরিকার শেষ ম্যাচে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় উরুগুয়ে। সেই স্মৃতি মাথায় রেখে ব্রাজিল দল নিজেদের ফর্মে ফেরার চেষ্টা করবে। এ ম্যাচে রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, এবং রদ্রিগোদের উপর অনেকটাই নির্ভর করবে সেলেসাও।
বাছাইপর্বের পয়েন্ট তালিকা:
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবল অঞ্চলের পয়েন্ট তালিকায় আর্জেন্টিনা ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের সংগ্রহ ১১ ম্যাচে ১৯ পয়েন্ট। পেরু ১১ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে নবম স্থানে রয়েছে।
বাংলাদেশ ও ভারত থেকে খেলা দেখার উপায়:
লাতিন আমেরিকার এই দুই ফুটবল পরাশক্তির ম্যাচ নিয়ে বাংলাদেশসহ পুরো ভারতীয় উপমহাদেশের ফুটবলপ্রেমীরা মুখিয়ে আছেন। তবে দুঃসংবাদ হলো, এ ম্যাচগুলো কোনো ভারতীয় চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে না। তবে সমর্থকদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে Sportzfy এবং yallashoot tv অ্যাপ ডাউনলোড করে মোবাইলে খেলা সরাসরি উপভোগ করা যাবে।
এবারের ম্যাচগুলো শুধু জয়-পরাজয়ের নয়, বরং দলগুলোর আত্মবিশ্বাস পুনরুদ্ধারেরও। আর্জেন্টিনা এবং ব্রাজিল উভয়ের জন্যই এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, লাতিন ফুটবলের এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ে কে হাসি নিয়ে মাঠ ছাড়ে।