ক্যাটাগরি গুলো: সৌরজগৎ

ইউরেনাসের চাঁদে প্রাণের সম্ভাবনা: পুরোনো ডেটায় নতুন সন্ধান

ইউরেনাস: রহস্যময় গ্রহে জীবনের নতুন সম্ভাবনা

সৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস বরাবরই রহস্যে ঘেরা। বিজ্ঞানীদের কাছে এটি এমন এক গ্রহ, যা নিয়ে যতটুকু জানা গেছে, তার চেয়ে অনেক কিছুই অজানা রয়ে গেছে। ১৯৮৬ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ভয়েজার ২ মহাকাশযান এই গ্রহের কাছাকাছি পৌঁছে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছিল। সেই তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা গ্রহটিকে প্রাণহীন বলে ঘোষণা দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে পুরোনো সেই ডেটা নতুন প্রযুক্তি দিয়ে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করছেন, ইউরেনাস এবং এর চাঁদগুলো প্রাণের বিকাশের উপযোগী হতে পারে।

ইউরেনাসের চাঁদে | চিত্র নাসা

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানী উইলিয়াম ডান জানিয়েছেন, ইউরেনাসের চাঁদগুলো সম্পর্কে যা মনে করা হতো, প্রকৃতপক্ষে তা থেকে অনেক বেশি জটিল এবং বিস্ময়কর। তাঁর মতে, ইউরেনাসের চাঁদগুলোর পৃষ্ঠের নিচে লুকিয়ে থাকা মহাসাগরের অস্তিত্ব থাকতে পারে। এই মহাসাগরগুলো এমন পরিবেশ তৈরি করতে পারে, যা প্রাণের বিকাশে সহায়ক। এর আগে বিজ্ঞানীরা জানতেন, শুধুমাত্র বৃহস্পতি ও শনির চাঁদগুলোতেই এমন পরিবেশ থাকতে পারে। কিন্তু ইউরেনাসের ক্ষেত্রে এই সম্ভাবনা নতুন এক দিগন্ত খুলে দিচ্ছে।

ভয়েজার মিশনের প্রকল্প বিজ্ঞানী লিন্ডা স্পিলকার জানিয়েছেন, ১৯৮৬ সালে ভয়েজার ২ যখন ইউরেনাসের সীমানা অতিক্রম করেছিল, তখন সেখানকার সৌরঝড় এতটাই তীব্র ছিল যে, সঠিকভাবে ডেটা বিশ্লেষণ করা সম্ভব হয়নি। সেই কারণে গুরুত্বপূর্ণ অনেক তথ্য বিজ্ঞানীদের নজর এড়িয়ে যায়। নতুন গবেষণায় এই তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, ইউরেনাসের চাঁদগুলো প্রাণের বিকাশের সম্ভাবনাকে সমর্থন করতে পারে।

এতদিন ধরে ইউরেনাস সম্পর্কে বিজ্ঞানীদের যতটুকু ধারণা ছিল, তা মূলত ভয়েজার ২-এর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে। কিন্তু সময়ের হিসাবে এই ডেটা প্রায় ৪০ বছর পুরোনো। প্রযুক্তির উন্নতির কারণে এখন সেই তথ্য নতুন করে বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে। নতুন গবেষণার ফলাফল এতটাই গুরুত্বপূর্ণ যে, নাসা এখন ইউরেনাসে আরও উন্নত অনুসন্ধান যান পাঠানোর পরিকল্পনা করছে। এর মাধ্যমে গ্রহটির চাঁদগুলোর ভেতর থাকা সম্ভাব্য মহাসাগর ও প্রাণের উপযোগী পরিবেশ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে।

স্কটল্যান্ডের ডাবলিন ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজের বিজ্ঞানী অ্যাফেলিয়া উইবিসোনো বলেন, ‘পুরোনো ডেটা নতুন করে বিশ্লেষণ করার ফলে আমরা ইউরেনাস সম্পর্কে একেবারে নতুন কিছু জানতে পেরেছি। এটি অত্যন্ত আকর্ষণীয়।’ তিনি আরও উল্লেখ করেন যে, ইউরেনাস নিয়ে নতুন করে গবেষণা বিজ্ঞানীদের সামনে নতুন দ্বার উন্মোচন করবে।

এই গবেষণার ফলাফল প্রমাণ করে, মহাকাশ সম্পর্কে আমাদের জানার পরিধি এখনও কতটা সীমিত। গ্রহটির চাঁদগুলোর গভীরে লুকিয়ে থাকা মহাসাগর ও সেগুলোর রহস্যময় পরিবেশ সম্পর্কে জানতে, আগামী দিনগুলোতে আরও অনেক গবেষণার প্রয়োজন। বিজ্ঞানীরা মনে করছেন, সৌরজগতের এ রহস্যময় গ্রহ একদিন প্রাণের সন্ধানের নতুন অধ্যায় উন্মোচন করতে পারে।

আরও পড়ুন

মেসিদের নতুন জার্সি: ফুটে উঠল বাংলাদেশের ভালোবাসা

পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান: মহাকাশ বিজ্ঞানের অনন্ত গবেষণা

উরুগুয়ে ম্যাচের আগে ব্রাজিল স্কোয়াডে দুই পরিবর্তন

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

১০ জনের রিয়ালের নাটকীয় জয়

লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচেই এখন যুদ্ধ করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। প্রতিটি…

এপ্রিল ১৪, ২০২৫
  • ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে বার্সার দাপট, ডর্টমুন্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত

নিশ্চিতভাবেই ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ফেরার পথে বিশাল এক পদক্ষেপ নিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের…

এপ্রিল ১০, ২০২৫
  • ফুটবল

ফিলিস্তিনের পাশে বাংলাদেশ: মিতালি ফুটবল ক্লাবের প্রতিবাদী জার্সি

বিশ্বজুড়ে যখন ফিলিস্তিন সংকট মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে, তখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলা থেকে উঠে এলো…

এপ্রিল ১০, ২০২৫
  • ফুটবল

আর্সেনালের ঝড়ে বিধ্বস্ত রিয়াল, সেমির পথে ইংল্যান্ডের দল

নিশ্চিতভাবেই ম্যাচের আগে অনুমান করা হয়েছিল, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ও অভিজ্ঞ রিয়াল মাদ্রিদের…

এপ্রিল ৯, ২০২৫
  • ফুটবল

হামজার অভিষেকে ভারতের বিপক্ষে বাংলাদেশের ড্র

ফিফা র‍্যাংকিংয়ের পার্থক্য বিশাল—ভারত ১২৬, বাংলাদেশ ১৮৫। শক্তির বিচারে ফেভারিট ভারত, তাছাড়া খেলা ছিল ভারতেরই…

মার্চ ২৫, ২০২৫
  • ফুটবল

আগামীকাল ভোরে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

এক-দুই বছর নয়, পুরো ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ফুটবলের ইতিহাসের অন্যতম সফল…

মার্চ ২৫, ২০২৫