সম্প্রতি রাজধানীতে এক যুবক সহ-সমন্বয়ক পরিচয়ে বাসের হেলপারকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং সাধারণ শিক্ষার্থীরা।
ভিডিওতে দেখা যায়, এক যুবক বাসের হেলপারকে মারধর করছেন এবং বলছেন, “আমাকে চিনিস, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক।” ভিডিওটি এক মিনিট ৭ সেকেন্ড দীর্ঘ, যেখানে যুবকটি পুরো সময় মারমুখী অবস্থায় ছিলেন।
তদন্তে জানা যায়, ওই যুবকের নাম তৌসিফ শাকিল, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে আন্দোলনের নেতারা জানিয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহ-সমন্বয়ক নামে কোনো পদ নেই এবং ২৭ সদস্যের সমন্বয়ক পরিষদেও শাকিলের নাম নেই।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের নেতা নূর নবী বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহ-সমন্বয়ক নামে কোনো পদ কখনো ছিল না। শাকিল বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে ছিল এবং আমাদের বিতর্কিত করার চেষ্টা করছে।”
শাহিন আলম সান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক, বলেন, “আমি শাকিলকে চিনি না। তার কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। শিক্ষার্থীরা এই ঘটনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে।”
অভিযোগ রয়েছে, শাকিল ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের বাস কমিটির সভাপতির পদ লাভ করেছিলেন, তবে আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তাকে বাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
আরও পড়ুন
এরিয়া ম্যানেজার নিয়োগ দিচ্ছে মেঘনা গ্রুপ