সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত’ করা হয়েছে মর্মে যে বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানানো এবং উদ্দেশ্যপ্রণোদিত। এই ভুয়া বিজ্ঞপ্তি তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রোববার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি অসাধু সাইবার অপরাধী চক্র মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক তথ্য বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে।
এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। ১৬ মে তারিখের বরাতে ‘আগামী ২৬/৫/২০২৪ ইং রোজ রোববার পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত করা হয়েছে’ শীর্ষক যে সংবাদ প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিত।জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এমন কোনো ভুয়া তথ্যের সংবাদ বিজ্ঞপ্তি কোথাও পাঠানো হয়নি।
সুতরাং, সবাইকে এ বিষয়ে সজাগ থাকার অনুরোধ জানানো হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভুয়া তথ্য প্রচার না করার আহ্বান করা হয়েছে। যারা এ ধরনের ভুয়া সংবাদ তৈরি করছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
ঘরে বসে আয় করার ১০টি সহজ উপায়
লাইক কমেন্ট ও শেয়ার করে ইনকাম Likebook থেকে
অর্থ আদান-প্রদানে বাংলাদেশ ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা