
বরগুনার আমতলী উপজেলার ৪নং হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পাওয়ায় আত্মহত্যা করেছে নাজনিন নামের এক শিক্ষার্থীনাজনিন ওই গ্রামের বশির মৃধা (পেশায় ড্রাইভার)-এর মেয়ে।
পারিবার সূত্রে জানা গেছে, নাজনিন সম্প্রতি এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশের পর সে প্রত্যাশিত জিপিএ ৫ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে।পরিবারের সদস্যরা জানান, ফল প্রকাশের পর থেকেই নাজনিন মন খারাপ করে ঘরে অবস্থান করছিল। পরে বরিশালে অবস্থানকালীন সময়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়। তাকে বরিশাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাজনিনের সহপাঠী ও স্থানীয়রা বলছেন, সে ছিল মেধাবী ও শান্ত স্বভাবের একটি মেয়ে।আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফলাফলে জিপিএ ৫ না পাওয়ায় সে আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।।
এ. বি. এম