
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শেষ দিন আজ। আর এই দিনটি হয়ে উঠেছে যেন একটি অঘোষিত ফাইনাল। টুর্নামেন্টের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আজ সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও হিমালয়ের দেশ নেপাল। রাজধানীর বসুন্ধরার কিংস অ্যারেনায় অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
বাংলাদেশ এবং নেপাল—দুই দলেরই লক্ষ্য একটাই: শিরোপা। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে দুজনের পথ ভিন্ন। স্বাগতিক বাংলাদেশ ড্র করলেই শিরোপা নিজেদের করে নিতে পারবে, অন্যদিকে নেপালের সামনে একমাত্র সমীকরণ—জয়। কারণ, সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে এগিয়ে রয়েছে নেপাল।
এক নজরে পয়েন্ট টেবিল:
- বাংলাদেশ: ৫ ম্যাচে ৫ জয়, পয়েন্ট ১৫, গোল পার্থক্য +২০
- নেপাল: ৫ ম্যাচে ৪ জয়, ১ হার, পয়েন্ট ১২, গোল পার্থক্য +২৬
টেবিলের অবস্থান অনুযায়ী আজকের ম্যাচে যদি নেপাল জিতে, তবে সমান পয়েন্ট হলেও তাদের গোল পার্থক্য বেশি থাকায় ট্রফি যাবে হিমালয়ের পাদদেশে। তাই আজকের ম্যাচে নেপালের জন্য হারানো কিছু নেই, কিন্তু বাংলাদেশের জন্য হার মানেই ট্রফি হাতছাড়া!
কেন আজকের ম্যাচ বিশেষ:
- এই দুই দলই এবারের আসরের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ।
- প্রথম লেগে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাংলাদেশ শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে জিতে নেয় ম্যাচটি।
- তবে গোলবন্যায় শ্রীলঙ্কা ও ভুটানকে হারিয়ে গোল পার্থক্যে এগিয়ে যায় নেপাল।
টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামা বাংলাদেশ দল এবারে শুরু থেকেই প্রতিযোগিতায় দারুণ ছন্দে রয়েছে। অধিনায়ক আফঈদা খন্দকারের নেতৃত্বে দল দারুণ এক ছন্দে রয়েছে। শক্ত রক্ষণ, গোছানো মাঝমাঠ ও কার্যকর আক্রমণ দিয়ে প্রতিপক্ষদের চাপে রেখেছে তারা।
বাংলাদেশের বড় মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন নেপালের স্ট্রাইকার পূর্ণিমা রাই ও মিনা দেউবা। বিশেষ করে পূর্ণিমা রাই এবারের টুর্নামেন্টের টপ স্কোরার। ইতোমধ্যেই দুটি হ্যাটট্রিকসহ তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ১০। গোলমেশিন হিসেবে পরিচিত এই ফরোয়ার্ডকে সামলানোই হবে বাংলাদেশের রক্ষণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশ চাইছে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখতে, আর নেপাল প্রতিজ্ঞাবদ্ধ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ট্রফি নিয়ে ফিরতে হিমালয়ে। এই দুই ভিন্ন প্রতিশ্রুতি আজ মুখোমুখি হতে যাচ্ছে এক মঞ্চে, এক মহারণে।
একদিকে স্বাগতিকদের আত্মবিশ্বাস আর টানা জয়ের ধারা, অন্যদিকে নেপালের দুর্দান্ত গোল পার্থক্য ও আগ্রাসী ফুটবল—সব মিলিয়ে আজকের ম্যাচটি হয়ে উঠেছে সত্যিকারের একটি ফাইনাল। কে হাসবে শেষ হাসি? রাত ৭টায় কিংস অ্যারেনায় হবে তার মীমাংসা।