মাত্র তিন দিন হলো ক্লদিও এচেভেরি ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন। ইংলিশ ক্লাবটির হয়ে এখনও মাঠে নামার সুযোগ পাননি তিনি, কিন্তু এর মধ্যেই আর্জেন্টিনা জাতীয় দলের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন এই তরুণ প্রতিভা। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে প্রথমবার ডাক পেয়েছেন ‘নতুন মেসি’ হিসেবে পরিচিত এচেভেরি।
শুধু এচেভেরিই নন, তার সঙ্গে জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন আরও দুই প্রতিশ্রুতিশীল ফুটবলার—সান্তিয়াগো ক্যাস্ত্রো ও বেঞ্জামিন ডমিনগুয়েজ। এই দুই ফরোয়ার্ড ইতালিয়ান ক্লাব বলোগনার হয়ে খেলেন। তাদের অন্তর্ভুক্তি ইঙ্গিত দেয় যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী স্কোয়াড তৈরি করতে চাইছেন।
১৭ বছর বয়সী ক্লদিও এচেভেরি আর্জেন্টিনার যুব দলের হয়ে বেশ উজ্জ্বল পারফরম্যান্স করেছেন। সম্প্রতি শেষ হওয়া অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে তিনি দলীয় সর্বোচ্চ ৬ গোল করার পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করেন। তার পরিসংখ্যানও বেশ চমকপ্রদ—
এচেভেরির মতোই সান্তিয়াগো ক্যাস্ত্রো ও বেঞ্জামিন ডমিনগুয়েজও আর্জেন্টিনার ফুটবলে নতুন সম্ভাবনার নাম হয়ে উঠেছেন। তাদের সাম্প্রতিক পারফরম্যান্সের ফলেই স্ক্যালোনির দলে সুযোগ মিলেছে।
কেউ কেউ ভাবতে পারেন, স্ক্যালোনি কি নতুনদের ওপর ভরসা করতে শুরু করলেন? উত্তর হলো—না। নতুনদের সুযোগ দিলেও স্ক্যালোনি এখনো অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর আস্থা রাখছেন। তাই দলে আছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, পাওলো দিবালা, লতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল কোরেয়ার মতো তারকারা।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার অবস্থা:
কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ফলে ২২ মার্চ উরুগুয়ে ও ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটিতে নতুনদের পারফরম্যান্স দেখার সুযোগ পাবেন স্ক্যালোনি। অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে এই দলটি কতটা কার্যকর হয়, সেটাই দেখার বিষয়।
গোলরক্ষক:
ডিফেন্ডার:
মিডফিল্ডার:
ফরোয়ার্ড:
নতুনদের অন্তর্ভুক্তি আর্জেন্টিনার জন্য ভবিষ্যতের প্রস্তুতি হিসেবে কাজ করবে কি না, সেটাই এখন দেখার বিষয়। স্ক্যালোনির দল কি তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণে আরও শক্তিশালী হয়ে উঠবে? তার উত্তর মিলবে আসন্ন ম্যাচগুলোতে।
লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচেই এখন যুদ্ধ করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। প্রতিটি…
নিশ্চিতভাবেই ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ফেরার পথে বিশাল এক পদক্ষেপ নিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের…
বিশ্বজুড়ে যখন ফিলিস্তিন সংকট মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে, তখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলা থেকে উঠে এলো…
নিশ্চিতভাবেই ম্যাচের আগে অনুমান করা হয়েছিল, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ও অভিজ্ঞ রিয়াল মাদ্রিদের…
ফিফা র্যাংকিংয়ের পার্থক্য বিশাল—ভারত ১২৬, বাংলাদেশ ১৮৫। শক্তির বিচারে ফেভারিট ভারত, তাছাড়া খেলা ছিল ভারতেরই…
এক-দুই বছর নয়, পুরো ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ফুটবলের ইতিহাসের অন্যতম সফল…