ক্যাটাগরি গুলো: অপরাধ

কুয়াকাটায় র‍্যাব-কোস্টগার্ডের অভিযানে ৪ লাখ ইয়াবাসহ ১৬ জন গ্রেফতার

কুয়াকাটায় র‍্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ জন গ্রেফতার

কুয়াকাটায় ৪ লাখ ইয়াবা উদ্ধার গ্রেফতার ১৬

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে সমুদ্রপথে পাচারের সময় ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

সারাদেশে মাদক নির্মূল এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ বাহিনীর স্পেশাল অপারেশন “ডেভিল হান্ড” পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী আভিযানিক দল এবং বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন নিজামপুরের সমন্বয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত কুয়াকাটা সমুদ্র সৈকতের লেবুর চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী লক্ষ্য করে, একদল ইয়াবা পাচারকারী গভীর সমুদ্রে একটি ফিশিং ট্রলারে অবস্থান করছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে ট্রলারটিকে অনুসরণ করা হয় এবং অভিযানের একপর্যায়ে এটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে দেখা যায়, ট্রলারের জালের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল ১ লাখ পিস ইয়াবা। সঙ্গে সঙ্গে ১৬ জন পাচারকারীকে আটক করা হয়।

পরবর্তীতে, অভিযানের পরবর্তী ধাপে পরিত্যক্ত অবস্থায় আরও ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের মাধ্যমে মোট ৪ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়, যা দেশের অন্যতম বৃহৎ মাদক চালান ধরার সফল অভিযানগুলোর মধ্যে একটি।

গ্রেফতারকৃত ১৬ জন ইয়াবা পাচারকারীর নাম ও পরিচয়:

১. নবি হোসেন (৫৩)
২. মনির উদ্দিন (৪৮)
৩. সোয়দ আলম (৩৭)
৪. মোফাচ্ছেল হোসেন (৬০)
৫. মোবারক হোসেন (৪৫)
6. ছবুর আহম্মদ (৫৪)
৭. সেলিম মাঝি (৪২)
৮. ওমর ফারুক (২৮)
৯. তহিদুল আলম (৪৮)
১০. আবু তালেব (৪০)
১১. আব্দুল নবী (৩০)
১২. ফজলে করিম (৪০)
১৩. মোস্তাক আহম্মদ (৪৮)
১৪. আব্দুল খালেক (৪০)
১৫. আলফাত (৩০)
১৬. খলিল আহম্মদ (৩৯)

তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা। তাদের দীর্ঘদিন ধরে সমুদ্রপথে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার আশঙ্কা করা হচ্ছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে তাদেরকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে জব্দকৃত ৪ লাখ পিস ইয়াবাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশ থেকে মাদক নির্মূল করতে আমাদের এই অভিযান আরও কঠোর হবে।”

কুয়াকাটার এই সফল অভিযান আবারও প্রমাণ করলো, আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো ধরনের অপরাধ দমনে সর্বদা প্রস্তুত এবং দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ।

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

বরগুনার আমতলীতে শুরু হচ্ছে “বিডি লীগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”

বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করার লক্ষ্য নিয়ে বিডিলীগ ডটকম  আয়োজন করতে যাচ্ছে…

সেপ্টেম্বর ১৩, ২০২৫
  • বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইল ফোনের চার্জার যে কারণে সাদা বা কালো রঙের হয়

কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন কিংবা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে চার্জার একটি অপরিহার্য সরঞ্জাম। আমরা যেমন…

সেপ্টেম্বর ২, ২০২৫
  • বিজ্ঞান ও প্রযুক্তি

ফোনের ডায়ালপ্যাড হঠাৎ বদলে গেল কেন? জেনে নিন!

সম্প্রতি গুগল তাদের Google Phone App-এ বড় ধরনের পরিবর্তন এনেছে। বিশেষ করে ডায়ালপ্যাড, হোমপেজ ও…

আগস্ট ২৪, ২০২৫
  • স্বাস্থ্য

মাছ নাকি মাংস – কোনটা শরীরের জন্য বেশি জরুরি?

বাংলাদেশের মানুষের খাদ্যসংস্কৃতিতে মাছ ও মাংসের গুরুত্ব অপরিসীম। ভাতের সঙ্গে মাছ কিংবা মাংস – দুইটিই…

আগস্ট ১৯, ২০২৫
  • আন্তর্জাতিক

গাজায় আবারও রক্তগঙ্গা, একদিনেই নিহত ৮৯

নিশ্ছিদ্র অবরোধে জর্জরিত গাজায় একরাশ রক্তগঙ্গা বইয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (২৫ জুলাই) দিনভর চালানো…

জুলাই ২৬, ২০২৫
  • সৌরজগৎ

সৌরজগতের প্রান্তে নতুন এক রহস্যময় বামন গ্রহের সন্ধান

সাম্প্রতিক এক যুগান্তকারী আবিষ্কারে সৌরজগতের প্রায় শেষ প্রান্তে, প্লুটোরও বহু দূরের এক রহস্যঘেরা অঞ্চলে, নতুন…

জুলাই ২৫, ২০২৫