ক্যাটাগরি গুলো: অনুসন্ধান

বরগুনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত আট

বরগুনায় শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যানারে নাম না থাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চিত্র বরগুনা জেলা

বরগুনার বেতাগীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যানারে নাম না দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির ও তাঁর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় অন্তত আটজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে। প্রত্যক্ষদর্শী ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দাবি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির ও তাঁর ছেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শোয়েব কবিরের নেতৃত্বে এ হামলা হয়েছে।

বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে মঙ্গলবার ছিল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সেখানে উপস্থিত হন শাহজাহান কবিরের ছেলে শোয়েব কবির।

অনুষ্ঠানের ব্যানারে তাঁর বাবার নাম না দেখে শোয়েব ক্ষুব্ধ হয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে উচ্চবাচ্য শুরু করেন এবং অকথ্য ভাষায় গালমন্দ করেন বলে অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে শাহজাহান কবির তাঁর সমর্থকদের নিয়ে কলেজে প্রবেশ করেন এবং একাধিক কক্ষে ভাঙচুর চালান।

এ ঘটনার পরপরই হুমায়ূন কবিরের সমর্থকরাও সেখানে জড়ো হতে থাকেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শোয়েব কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল খানসহ অন্তত আটজন আহত হন। জামাল খানকে গুরুতর অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহিন বলেন, “শাহজাহান কবিরকে দাওয়াত কার্ড দিয়ে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বর্তমানে তিনি কোনো দলীয় পদে নেই, তাই ব্যানারে তাঁর নাম রাখা হয়নি। কিন্তু এই বিষয়টি নিয়েই তিনি ও তাঁর ছেলে উত্তেজিত হয়ে কলেজে হামলা চালিয়েছেন।”

হুমায়ুন কবিরও একই অভিযোগ করে বলেন, “শাহজাহান কবির ও তাঁর ছেলে সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছেন। এতে আমি এবং আমার দলের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছি। বিষয়টি দলের শীর্ষ নেতাদের জানিয়েছি।”

তবে শাহজাহান কবির পাল্টা দাবি করে বলেন, “আমার ছেলে শোয়েব শুধুমাত্র অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিল। সেখানে হুমায়ুন কবিরের সমর্থকরা উপস্থিত হয়ে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে মারামারি শুরু হয়। আমার ছেলের মাথায় আঘাত লাগে, এরপর পোলাপানও পাল্টা মারধর করে। এখন মিটমাট হয়ে গেছে।”

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার পর থেকে বেতাগী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে।

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

বরগুনার আমতলীতে শুরু হচ্ছে “বিডি লীগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”

বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করার লক্ষ্য নিয়ে বিডিলীগ ডটকম  আয়োজন করতে যাচ্ছে…

সেপ্টেম্বর ১৩, ২০২৫
  • বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইল ফোনের চার্জার যে কারণে সাদা বা কালো রঙের হয়

কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন কিংবা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে চার্জার একটি অপরিহার্য সরঞ্জাম। আমরা যেমন…

সেপ্টেম্বর ২, ২০২৫
  • বিজ্ঞান ও প্রযুক্তি

ফোনের ডায়ালপ্যাড হঠাৎ বদলে গেল কেন? জেনে নিন!

সম্প্রতি গুগল তাদের Google Phone App-এ বড় ধরনের পরিবর্তন এনেছে। বিশেষ করে ডায়ালপ্যাড, হোমপেজ ও…

আগস্ট ২৪, ২০২৫
  • স্বাস্থ্য

মাছ নাকি মাংস – কোনটা শরীরের জন্য বেশি জরুরি?

বাংলাদেশের মানুষের খাদ্যসংস্কৃতিতে মাছ ও মাংসের গুরুত্ব অপরিসীম। ভাতের সঙ্গে মাছ কিংবা মাংস – দুইটিই…

আগস্ট ১৯, ২০২৫
  • আন্তর্জাতিক

গাজায় আবারও রক্তগঙ্গা, একদিনেই নিহত ৮৯

নিশ্ছিদ্র অবরোধে জর্জরিত গাজায় একরাশ রক্তগঙ্গা বইয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (২৫ জুলাই) দিনভর চালানো…

জুলাই ২৬, ২০২৫
  • সৌরজগৎ

সৌরজগতের প্রান্তে নতুন এক রহস্যময় বামন গ্রহের সন্ধান

সাম্প্রতিক এক যুগান্তকারী আবিষ্কারে সৌরজগতের প্রায় শেষ প্রান্তে, প্লুটোরও বহু দূরের এক রহস্যঘেরা অঞ্চলে, নতুন…

জুলাই ২৫, ২০২৫