সান্তোসের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ইন্টার ডি লিমেইরার বিপক্ষে প্রথমার্ধেই নজরকাড়া এক গোল করে দলকে এগিয়ে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, স্বাগতিক দর্শকদের দুয়ো মুহূর্তেই স্তব্ধ করে দিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্সে।
ম্যাচের প্রথমার্ধ প্রায় আধ ঘণ্টা পার হয়ে যাচ্ছিল, কিন্তু নেইমারের গোলের দেখা মিলছিল না। ঠিক সে সময় কর্নারের জন্য এগিয়ে যান তিনি। কিন্তু তখনই ইন্টার ডি লিমেইরার সমর্থকরা দুয়ো দেওয়া শুরু করেন। তবে নেইমার ছিলেন নির্লিপ্ত। তিনি কানে হাত দিয়ে ইশারা করেন, যেন শুনতে পাচ্ছেন না —“শুনতে পাচ্ছি না”, এরপর দুই হাত উপরে তুলে দর্শকদের উদ্দেশ্যে জানান—“আরও জোরে আওয়াজ করো!”
এরপরই যেন নেইমারের আসল জাদু দেখা যায়। কর্নার থেকে সরাসরি শটে দুর্দান্ত গোল করেন তিনি। অসাধারণ এই কৌশলী শটে স্তব্ধ হয়ে যায় গ্যালারি। যে দর্শকরা কিছুক্ষণ আগেও দুয়ো দিচ্ছিল, তারাই মুহূর্তেই স্তব্ধ হয়ে যান নেইমারের জাদুকরী গোলের সামনে।
গোল করার পর উদযাপনেও চমক দেখান নেইমার। তিনি ছুটে যান বিজ্ঞাপনী বোর্ডের কাছে এবং উপরে বসে পড়েন, যা ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত উদযাপনের কথা মনে করিয়ে দেয়। রিয়াল মাদ্রিদে থাকাকালীন এমনভাবেই উদযাপন করতেন পর্তুগিজ তারকা। নেইমারের এমন উদযাপন মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নেইমারের গোলে ২৭ মিনিটেই সান্তোস এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এর আগে ম্যাচের নবম মিনিটেই প্রথম গোলটি করেন টিকুইনহো সোয়ারেস। এরপর ৩২তম মিনিটে আরও একবার লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
আল-হিলাল থেকে ফ্রি ট্রান্সফারে সান্তোসে যোগ দেওয়ার পর শুরুর তিন ম্যাচে গোলের দেখা পাননি নেইমার। তবে আগুয়া সান্তার বিপক্ষে এক গোল ও এক অ্যাসিস্ট করে ছন্দে ফেরেন। এরপর ইন্টার ডি লিমেইরার বিপক্ষে আরও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন তিনি। গোল করার পাশাপাশি খেলার নিয়ন্ত্রণ নিজের করে নেন এবং একাধিক সুযোগ তৈরি করেন সতীর্থদের জন্য।
নেইমারের এই দুর্দান্ত ফর্ম সান্তোসের সমর্থকদের আশার আলো দেখাচ্ছে। তাদের প্রিয় তারকা যে পুরোনো রূপে ফিরছেন, তারই যেন প্রমাণ মিলল এই ম্যাচে।
[gallery ids="7275"] বরগুনার আমতলী পৌরসভায় এক পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৫ জন…
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে এমিরেটসের একটি কার্গো উড়োজাহাজ। ফ্লাইট…
পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনির বাসায় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়োর…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা করেছে যে আসন্ন জাতীয় নির্বাচনে দলটি ‘শাপলা’ ও ‘শাপলায়’ প্রতীক…
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় রূপ বানু (৬০) নামে এক বৃদ্ধা নিহত…