ক্যাটাগরি গুলো: ফুটবল

নেইমারের জাদুকরী গোলে মাতোয়ারা সান্তোস

নেইমারের দুর্দান্ত গোল ও রোনালদো-শৈলীর উদযাপনে স্তব্ধ গ্যালারি

নেইমারের রোনালদো স্টাইলে সেলিব্রেশন

সান্তোসের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।  ইন্টার ডি লিমেইরার বিপক্ষে প্রথমার্ধেই নজরকাড়া এক গোল করে দলকে এগিয়ে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, স্বাগতিক দর্শকদের দুয়ো মুহূর্তেই স্তব্ধ করে দিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্সে।

ম্যাচের প্রথমার্ধ প্রায় আধ ঘণ্টা পার হয়ে যাচ্ছিল, কিন্তু নেইমারের গোলের দেখা মিলছিল না। ঠিক সে সময় কর্নারের জন্য এগিয়ে যান তিনি। কিন্তু তখনই ইন্টার ডি লিমেইরার সমর্থকরা দুয়ো দেওয়া শুরু করেন। তবে নেইমার ছিলেন নির্লিপ্ত। তিনি কানে হাত দিয়ে ইশারা করেন, যেন শুনতে পাচ্ছেন না —“শুনতে পাচ্ছি না”, এরপর দুই হাত উপরে তুলে দর্শকদের উদ্দেশ্যে জানান—“আরও জোরে আওয়াজ করো!”

এরপরই যেন নেইমারের আসল জাদু দেখা যায়। কর্নার থেকে সরাসরি শটে দুর্দান্ত গোল করেন তিনি। অসাধারণ এই কৌশলী শটে স্তব্ধ হয়ে যায় গ্যালারি। যে দর্শকরা কিছুক্ষণ আগেও দুয়ো দিচ্ছিল, তারাই মুহূর্তেই স্তব্ধ হয়ে যান নেইমারের জাদুকরী গোলের সামনে।

গোল করার পর উদযাপনেও চমক দেখান নেইমার। তিনি ছুটে যান বিজ্ঞাপনী বোর্ডের কাছে এবং উপরে বসে পড়েন, যা ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত উদযাপনের কথা মনে করিয়ে দেয়। রিয়াল মাদ্রিদে থাকাকালীন এমনভাবেই উদযাপন করতেন পর্তুগিজ তারকা। নেইমারের এমন উদযাপন মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নেইমারের গোলে ২৭ মিনিটেই সান্তোস এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এর আগে ম্যাচের নবম মিনিটেই প্রথম গোলটি করেন টিকুইনহো সোয়ারেস। এরপর ৩২তম মিনিটে আরও একবার লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

আল-হিলাল থেকে ফ্রি ট্রান্সফারে সান্তোসে যোগ দেওয়ার পর শুরুর তিন ম্যাচে গোলের দেখা পাননি নেইমার। তবে আগুয়া সান্তার বিপক্ষে এক গোল ও এক অ্যাসিস্ট করে ছন্দে ফেরেন। এরপর ইন্টার ডি লিমেইরার বিপক্ষে আরও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন তিনি। গোল করার পাশাপাশি খেলার নিয়ন্ত্রণ নিজের করে নেন এবং একাধিক সুযোগ তৈরি করেন সতীর্থদের জন্য।

নেইমারের এই দুর্দান্ত ফর্ম সান্তোসের সমর্থকদের আশার আলো দেখাচ্ছে। তাদের প্রিয় তারকা যে পুরোনো রূপে ফিরছেন, তারই যেন প্রমাণ মিলল এই ম্যাচে।

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

১০ জনের রিয়ালের নাটকীয় জয়

লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচেই এখন যুদ্ধ করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। প্রতিটি…

এপ্রিল ১৪, ২০২৫
  • ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে বার্সার দাপট, ডর্টমুন্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত

নিশ্চিতভাবেই ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ফেরার পথে বিশাল এক পদক্ষেপ নিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের…

এপ্রিল ১০, ২০২৫
  • ফুটবল

ফিলিস্তিনের পাশে বাংলাদেশ: মিতালি ফুটবল ক্লাবের প্রতিবাদী জার্সি

বিশ্বজুড়ে যখন ফিলিস্তিন সংকট মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে, তখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলা থেকে উঠে এলো…

এপ্রিল ১০, ২০২৫
  • ফুটবল

আর্সেনালের ঝড়ে বিধ্বস্ত রিয়াল, সেমির পথে ইংল্যান্ডের দল

নিশ্চিতভাবেই ম্যাচের আগে অনুমান করা হয়েছিল, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ও অভিজ্ঞ রিয়াল মাদ্রিদের…

এপ্রিল ৯, ২০২৫
  • ফুটবল

হামজার অভিষেকে ভারতের বিপক্ষে বাংলাদেশের ড্র

ফিফা র‍্যাংকিংয়ের পার্থক্য বিশাল—ভারত ১২৬, বাংলাদেশ ১৮৫। শক্তির বিচারে ফেভারিট ভারত, তাছাড়া খেলা ছিল ভারতেরই…

মার্চ ২৫, ২০২৫
  • ফুটবল

আগামীকাল ভোরে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

এক-দুই বছর নয়, পুরো ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ফুটবলের ইতিহাসের অন্যতম সফল…

মার্চ ২৫, ২০২৫