
বয়স যেন শুধুই একটি সংখ্যা! ৩৯ বছর বয়সের শেষ ম্যাচে জোড়া গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো ৪০-এ পা দিয়েও থামলেন না। নতুন দশকের প্রথম ম্যাচেই তিনি দেখালেন নিজের শারীরিক সক্ষমতা ও গোলক্ষুধা। শুক্রবার সৌদি প্রো লিগে আল নাসরের মাঠে আল ফাইহাকে ৩-০ গোলে হারানো ম্যাচে ৭৪তম মিনিটে গোল করেন পর্তুগিজ সুপারস্টার। এ নিয়ে তার ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড়ালো ৯২৪-এ।
ম্যাচটি ছিল আল নাসরের ঘরের মাঠে, যেখানে শুরু থেকেই দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ম্যাচের ৪০তম মিনিটে দর্শকরা করতালির মাধ্যমে তাদের কিংবদন্তিকে শুভেচ্ছা জানান। ৪০ বছর বয়সেও মাঠে দাপট দেখানো রোনালদোর জন্য এটি ছিল এক আবেগঘন মুহূর্ত।
রোনালদোর পাশাপাশি আল নাসরের জয়ে বড় অবদান রাখেন জন দুরান। জানুয়ারির দলবদলের শেষ দিনে অ্যাস্টন ভিলা থেকে আল নাসরে যোগ দেওয়া এই কলম্বিয়ান ফরোয়ার্ড ২২তম ও ৭২তম মিনিটে দুটি গোল করে দলকে এগিয়ে নেন। দুরান ও রোনালদোর এই গোল উৎসব আল নাসরকে এনে দেয় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।
ম্যাচ শেষে দুরানের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রোনালদোর সঙ্গে একসঙ্গে খেলা ও গোল উদযাপনকে নিজের জন্য বিশেষ কিছু বলে উল্লেখ করেন তিনি।
এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের তিন নম্বরে উঠে এসেছে আল নাসর। শীর্ষে থাকা আল ইত্তিহাদের সংগ্রহ ১৯ ম্যাচে ৪৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে আল হিলালের পয়েন্ট ৪৬। ফলে শিরোপার লড়াই এখনো জমজমাট।
রোনালদো কি পারবে তার নতুন দশকেও একই ধারাবাহিকতা বজায় রাখতে? ফুটবলপ্রেমীরা এখন সেটিই দেখার অপেক্ষায়।


















