ক্যাটাগরি গুলো: ফুটবল

আল হিলাল অধ্যায়ের ইতি: শৈশবের ক্লাব সান্তোসে ফিরছেন নেইমার

দুর্ভাগ্য কে পেছনে ফেলে সান্তোসে ফিরছেন নেইমার

আল হিলাল অধ্যায়ের ইতি: শৈশবের ক্লাব সান্তোসে ফিরছেন নেইমার

ফুটবল বিশ্বে নেইমারকে ঘিরে চলমান গুঞ্জনের প্রথম অধ্যায় অবশেষে সত্যি হলো। ছিন্ন হলো ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে সৌদি আরবের ক্লাব আল হিলালের সম্পর্ক। আর এখন গুঞ্জনের দ্বিতীয় ভাগ, অর্থাৎ নেইমারের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাওয়ার খবরটি সত্যি হওয়া কেবল সময়ের অপেক্ষা।

নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি শেষ | এক্স

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে আল হিলাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নেইমারের সঙ্গে তাদের চুক্তি শেষ হয়েছে। ৩২ বছর বয়সী এই তারকার ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা জানিয়েছে সৌদি প্রো লিগের শিরোপাধারী ক্লাবটি।

ক্যারিয়ারের এই অধ্যায় ভুলে যেতে চাইবেন নেইমার। আল হিলালের সমর্থক ও সৌদি ফুটবল ভক্তরাও তার কাছ থেকে আশানুরূপ কিছুই পাননি।

২০২৩ সালের আগস্টে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) থেকে বিশ্বরেকর্ড পরিমাণ পারিশ্রমিকে আল হিলালে নাম লেখান নেইমার। তবে সৌদি ক্লাবটিতে তার সময়টা দুর্ভাগ্যের এক অধ্যায় হয়ে রইল। কিছুদিন পরেই ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে ভয়াবহ চোট পান বাঁ হাঁটুতে। সেই চোট নেইমারকে প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে ফেলে দেয়। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার সময় শারীরিকভাবে অস্বাভাবিক মুটিয়ে যান তিনি।

২০২৪ সালের অক্টোবরে মাঠে ফিরে কিছুটা স্বরূপে ফিরতে শুরু করলেও দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। ফেরার কয়েকদিনের মধ্যেই হ্যামস্ট্রিং চোটে আবারও ছিটকে যান মাঠের বাইরে। আল হিলালের কোচ জর্জ জেসুস কয়েকদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন, নেইমার চাইলে অন্য ক্লাবে যাওয়ার সুযোগ খুঁজতে পারেন। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।

প্রায় দেড় বছরের সৌদি অধ্যায়ে নেইমার মাঠে নেমেছেন মাত্র সাতটি ম্যাচে। গোল করেছেন কেবল একটি। এত অল্প পারফরম্যান্সের জন্য তাকে নিয়ে হতাশায় ভুগেছে ক্লাব ও সমর্থকরা।

ফিরছেন শৈশবের ক্লাবে
ব্রাজিলিয়ান গণমাধ্যম সূত্রে জানা গেছে, শিগগিরই নেইমার সান্তোসের সঙ্গে চুক্তি সম্পন্ন করবেন। প্রাথমিকভাবে চুক্তিটি ছয় মাসের জন্য হবে, যা পরে এক বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকবে। নেইমার নিজেও সান্তোসে ফিরতে অর্থের ব্যাপারে বড় ছাড় দিয়েছেন। আল হিলাল থেকে বাকি থাকা প্রায় সাড়ে ছয় কোটি ডলারের মধ্যে আড়াই থেকে তিন কোটি ডলার ছেড়ে দিয়েছেন তিনি।

সান্তোস ক্লাবের হয়ে নেইমারের ক্যারিয়ারের সূচনা হয় মাত্র ১১ বছর বয়সে, একাডেমিতে যোগ দেওয়ার মাধ্যমে। ১৭ বছর বয়সে এই ক্লাবের জার্সি গায়ে প্রথমবার পেশাদার ফুটবলে অভিষেক করেন তিনি। সান্তোসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ২০১০ সালে ব্রাজিল জাতীয় দলে জায়গা করে নেন।

২০১৩ সালে সান্তোস ছেড়ে ইউরোপের ক্লাব বার্সেলোনায় পাড়ি জমান নেইমার। সেখানে লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের সঙ্গে গড়ে তোলেন দুর্দান্ত আক্রমণভাগ। বার্সেলোনার হয়ে তিনি জেতেন একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা শিরোপা ও তিনটি কোপা দেল রে ট্রফি।

এরপর ২০১৭ সালে রেকর্ড গড়া ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফি’তে তিনি যোগ দেন পিএসজিতে। পিএসজিতে পাঁচটি লিগ শিরোপা, তিনটি ফরাসি কাপ ও দুটি লিগ কাপ জেতার পর ২০২৩ সালে ৯ কোটি ৭৬ লাখ ডলারে তিনি আল হিলালে নাম লেখান।

অনেক সাফল্য, ব্যর্থতা আর চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে নেইমার ফিরছেন তার শৈশবের প্রিয় ক্লাব সান্তোসে। সান্তোস ক্লাবের পক্ষ থেকে আশা করা হচ্ছে, বৃহস্পতি অথবা শুক্রবার তারা আনুষ্ঠানিকভাবে নেইমারকে বরণ করে নেবে।

নেইমারের এই ফেরা যেন তার ক্যারিয়ারের নতুন শুরুর গল্প রচনা করে। দীর্ঘ অভিজ্ঞতা আর অর্জন নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলের এই প্রতিভা আবার তার ঘরের মাঠে আলো ছড়াবেন বলে বিশ্বাস সবার

আরও পড়ুন

সৌদি প্রো লিগের ম্যাচে আর দেখা যাবে না নেইমারকে

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

বরগুনার আমতলীতে শুরু হচ্ছে “বিডি লীগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”

বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করার লক্ষ্য নিয়ে বিডিলীগ ডটকম  আয়োজন করতে যাচ্ছে…

সেপ্টেম্বর ১৩, ২০২৫
  • বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইল ফোনের চার্জার যে কারণে সাদা বা কালো রঙের হয়

কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন কিংবা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে চার্জার একটি অপরিহার্য সরঞ্জাম। আমরা যেমন…

সেপ্টেম্বর ২, ২০২৫
  • বিজ্ঞান ও প্রযুক্তি

ফোনের ডায়ালপ্যাড হঠাৎ বদলে গেল কেন? জেনে নিন!

সম্প্রতি গুগল তাদের Google Phone App-এ বড় ধরনের পরিবর্তন এনেছে। বিশেষ করে ডায়ালপ্যাড, হোমপেজ ও…

আগস্ট ২৪, ২০২৫
  • স্বাস্থ্য

মাছ নাকি মাংস – কোনটা শরীরের জন্য বেশি জরুরি?

বাংলাদেশের মানুষের খাদ্যসংস্কৃতিতে মাছ ও মাংসের গুরুত্ব অপরিসীম। ভাতের সঙ্গে মাছ কিংবা মাংস – দুইটিই…

আগস্ট ১৯, ২০২৫
  • আন্তর্জাতিক

গাজায় আবারও রক্তগঙ্গা, একদিনেই নিহত ৮৯

নিশ্ছিদ্র অবরোধে জর্জরিত গাজায় একরাশ রক্তগঙ্গা বইয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (২৫ জুলাই) দিনভর চালানো…

জুলাই ২৬, ২০২৫
  • সৌরজগৎ

সৌরজগতের প্রান্তে নতুন এক রহস্যময় বামন গ্রহের সন্ধান

সাম্প্রতিক এক যুগান্তকারী আবিষ্কারে সৌরজগতের প্রায় শেষ প্রান্তে, প্লুটোরও বহু দূরের এক রহস্যঘেরা অঞ্চলে, নতুন…

জুলাই ২৫, ২০২৫