সৌদি প্রো লিগের চলতি মৌসুমে আর দেখা যাবে না ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। আল হিলাল তাকে মৌসুমের বাকি অংশের জন্য দলে নিবন্ধিত করেনি। যার ফলে সৌদি প্রো লিগের চলতি আসরে আর মাঠে নামা হবে না তার। তবে ক্লাব চাইলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তাকে খেলানোর সুযোগ রয়েছে।

এর মধ্যেই নেইমারের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ডায়েরিও ডো পিক্সে জানিয়েছে, নেইমার চলতি সপ্তাহেই আল হিলাল ছাড়ছেন এবং তার সম্ভাব্য নতুন গন্তব্য তার শৈশবের ক্লাব সান্তোস।
ডায়েরিও ডো পিক্সের প্রতিবেদন অনুযায়ী, নেইমার সান্তোসের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে আগামী বুধবার (২৯ জানুয়ারি) ব্রাজিলে যাচ্ছেন। এরপর শনিবার (১ ফেব্রুয়ারি) সাও পাওলোর বিপক্ষে সান্তোসের ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত থাকবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ফেব্রুয়ারি, নিজের জন্মদিনে, শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে নামতে পারেন এই তারকা।
নেইমারের সান্তোসে প্রত্যাবর্তনের এই খবরে তার ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে। এটি শুধুই আবেগময় একটি ফিরে আসার গল্প নয়, বরং দীর্ঘদিন পর ব্রাজিলিয়ান ফুটবলে নেইমারের প্রতিভার প্রত্যাবর্তনের প্রতীকও। উল্লেখযোগ্য বিষয় হলো, ৫ ফেব্রুয়ারি নেইমারের জন্মদিন। সেই বিশেষ দিনেই যদি তিনি সান্তোসের হয়ে খেলেন, তাহলে এটি তার ফুটবল ক্যারিয়ারে এক স্মরণীয় মুহূর্ত হিসেবে থেকে যাবে।
তবে নেইমারের ভবিষ্যৎ নিয়ে একটি ভিন্ন গুঞ্জনও শোনা গেছে। শোনা যাচ্ছে, তিনি বার্সেলোনার প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন। এমনকি বার্সেলোনাকে সরাসরি প্রস্তাবও দিয়েছিলেন তাকে দলে নেওয়ার জন্য। এই গুঞ্জনের সূত্রপাত বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর একটি মন্তব্য থেকে। ডেকো সম্প্রতি বলেছিলেন, “নেইমার এখনও এমন মানের খেলোয়াড়, যে বিশ্বের যেকোনো ক্লাবে খেলতে পারে।”
বার্সেলোনার হয়ে নেইমারের সোনালি সময়টি এখনো অনেকের মনে গেঁথে আছে। ২০১৩ সালে সান্তোস ছেড়ে তিনি বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। কাতালান ক্লাবটির হয়ে তিনি কাটিয়েছেন ক্যারিয়ারের সেরা দিনগুলো। মেসি ও সুয়ারেজের সঙ্গে গড়ে তুলেছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণত্রয়ী। সেই সময় বার্সেলোনাকে জিতিয়েছেন ট্রেবল শিরোপাসহ অসংখ্য শিরোপা।
নেইমার যদি সত্যিই সান্তোসে ফিরে আসেন, তাহলে এটি হবে তার ক্যারিয়ারের নতুন এক অধ্যায়ের সূচনা। ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় তারকাকে আবার ঘরের মাঠে দেখার জন্য।